স্প্যান বাসানোর মধ্যদিয়ে কালো মেঘকেটে দৃশমান হলো পদ্মাসেতু
প্রথম স্প্যান বাসানোর মধ্য দিয়ে কালো মেঘ কেটে দৃশমান হয়েছে পদ্মা সেতু— সব বাধা উপেক্ষা করে সেতুর কাজ এগিয়ে চলছে যথাসময়েই সেতুর কাজ শেষ করার চেষ্টা চলছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, এই সেতু এখন আর কোনো রঙিন স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তবতা।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক যখন এই প্রকল্প থেকে তাদের কাজ গুটিয়ে নিয়েছিল, তখন পদ্মা সেতু প্রকল্প অনিশ্চয়তায় ঢাকা পড়ে। পরে প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে ও সাহসিকতায় পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, এ স্প্যান বসানোর মধ্য দিয়ে কালো মেঘ কেটে আকাশ পরিস্কার হলো।
শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যানটি বসানো হয় এ সময় সেখানে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সব মিলিয়ে ৪৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে স্প্যান বসানো উদ্বোধন করবেন জানিয়ে মন্ত্রী বলেন, সেতুর কাজ যাতে একমুহূর্তের জন্য বন্ধ না থাকে সেজন্য অনানুষ্ঠানিকভাবে স্প্যান বসানো হয়েছে।
সেতু বিভাগ সূত্র জানায়, মূল সেতুর ৪৯ শতাংশ, নদী শাসনের ৩৪ শতাংশ, মাওয়া অ্যাপ্রোচ রোডের শতভাগ, জাজিরা অ্যাপ্রোচ রোডের ৯৮ শতাংশ ও সার্ভিস এরিয়ার শতভাগ কাজ সম্পন্ন হয়েছে।