আজ পবিএ আশুরা
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) পবিত্র আশুরা আজ। সেই কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি। মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ও শোকাবহ আজকের এই দিন। প্রায় ১ হাজার ৩৩৫ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দৌহিত্র নাতী মা ফাতেমার নয়ন মনি হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা ইসলামকে জিন্দা করার জন্য এবং সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শয়তান ইয়াজিদ বাহিনীর সদস্য শিমুর হাতে নিমুর ভাবে শহীদ হন।
হযরত ইমাম হোসেইন যে কারবালার মাটে শহিদ হবেন তা রসুলেপাক (সাঃ) আগে ভবিষ্যৎত বানী করে গেছেন। আজকের এই দিন মুসলিম মিল্লাত এর জন্য অতন্ত শোকাবহ।এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।
আজকের এই দিনকে কেন্দ্র করে একদিকে শিয়াগোষ্টীরা তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। অন্যদিকে সুন্নিদের পক্ষ থেকে কারবালার সরনে মিলাদ মাহফিল এবং বিভিন্ন সমাবেশের আয়োজন করা হয়েছে।