একমাসের ছুটি চাইলেন প্রধান বিচারপতি
সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ছুটি চেয়েছেন রাষ্ট্রপতির কাছে।
সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার। তার আগেই রাষ্ট্রপতির কাছে বিচারপতি ছুটি চাওয়ার বিষয়টি প্রকাশ পেল।
অ্যাটর্নি জেনারেল বলেন, যতদূর জানি, প্রধান বিচারপতি সিনহা আগামীকাল থেকে ছুটিতে যাবেন।
বিচারপতি সিনহা ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. ওয়াহহাব মিয়া।
বিচারপতি সিনহার চাকরির আরও তিন মাস বাকি আছে— আগামী জানুয়ারি পর্যন্ত রয়েছে তার চাকরির মেয়াদ রয়েছে।