বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি ভাস্কর্য' পরিদর্শনে সিমিন হোসেন রিমি এমপি
বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি ভাস্কর্য' পরিদর্শনে সিমিন হোসেন রিমি এমপি আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক কাপাসিয়ার কৃতী সন্তান বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মরণে কাপাসিয়া সদর বাস টার্মিনাল সংলগ্ন মোড়ে নির্মাণাধীন তাজউদ্দীন আহমদ স্মৃতি ভাস্কর্য' গতকাল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্ক মিঠু, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রিয় যুবলীগ সদস্য আলমগীর হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, কেন্দ্রিয় ছাত্রলীগের উপ আপ্যায়ন সম্পাদক শেখ জসিম উদ্দিন, যুবলীগ নেতা ইমান উল্লাহ শেখ ইমু, সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রব দর্জি. কাপাসিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রথম দফায় ৪০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ১ কোটি টাকা ব্যয়ে জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হচ্ছে।