জননেত্রী শেখ হাসিনা উদার বলেই স্বাস্থ্য সেবা সবার হাতের কাছে...গাংনীতে স্বাস্থ্য সেবা উন্নয়নে মতবিনিময় সভায় এমপি মকবুল হোসেন
এম এ লিংকন ,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে স্বাস্থ্য সেবার উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের শুধু পরাধীনতা থেকে মুক্তই করেননি তিনি এ দেশের মানুষের সুখ শান্তির জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের হাল ধরেছেন এ দেশের মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে বলেই আজ সব দিক দিয়ে এ দেশের উন্নয়ন হচ্ছে তেমনই স্বাস্থ্য খাতেও প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন হয়েছে। এখন গ্রাম অঞ্চল থেকে মানুষকে ছোটখাটো রোগ বালাইয়ের জন্য শহর মুখি হতে হয়না। জননেত্রী শেখ হাসিনা উদার বলেই আজ স্বাস্থ্য সেবা সবার হাতের নাগালে পৌছেছে। তিনি যখনই ক্ষমতায় আসেন তখনই বাংলাদেশের উন্নয়ন সাধিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুব উর রহমানের সভাপতিতে ই.পি.আই আঃ রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপাজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভকেট একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল শাহ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরএমও ডা: রেজা, ডাঃ স্বাধীন, ¡ প্রধান সহকারী হিসাব রক্ষক আসাদুল ইসলাম, গাংনী প্রেসক্লাব এর সভাপতি রমজান আলি, রিপোটার্স ইউনিটির সভাপতি রবি ইসলাম, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আল আমীন, সাধারণ সম্পাদক এম এ লিংকন, সাংবাদিক আক্তারুজ্জামান, মহনা টিভির সাংবাদিক ফারুক আহম্মেদ, দৈনিক দিনের খবর পত্রিকার সাংবাদিক ও প্রেস হাউজ এর সভাপতিএ সিদ্দিকী শাহীন দৈনিক মাটিরডাক পত্রিকার সাংবাদিক তোফায়েল হোসেন প্রমুখ।