বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো নবায়ন কার্যক্রম অভিযান
উত্তম কুমার, বাকেরগঞ্জ : গত ২০ মে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের সদস্যপদ নবায়ন করেন। এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষক এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা বেগম আওয়ামীলীগের নতুন সদস্য হন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি তিন বছর অন্তর অন্তর দলের সদস্যপদ নবায়ন করতে হয়। আর নতুন সদস্য সংগ্রহ অভিযানও সময়-সময় করা হয়। সর্বশেষ ২০১০ সালে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। কিন্তু ওই সময় এ কার্যক্রম বেশি দিন চলেনি। এখন নতুন করে কার্যক্রম শুরু হওয়ার পর দেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহে মাঠে নেমেছেন নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা, তহবিল গঠন, দল ভারি ও ডাটাবেজ তৈরির জন্য সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম অভিযানে মাঠে নেমেছে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। সিনিয়র নেতাদের উপস্থিতি এবং দিক নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত হয়ে ওঠছে তৃণমূলের নেতাকর্মীরা। বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া বিভিন্ন ইউনিয়নে গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দিচ্ছেন সদস্য সংগ্রহ ফরম। ০১ অক্টোবর উপজেলার নিয়ামতি, পাদ্রীশিবপুর, গারুড়িয়া ও কলসকাঠী ইউনিয়নের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেছেন। এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস এই সদস্য সংগ্রহ অভিযান আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মনু তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল বাশার হারুন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ.এস.এম জুলফিকার হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, বরিশাল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. মোকলেচুর রহমান, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তালুকদার, কলসকাঠী ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক মাইনুল হক লিটন গাজী, গারুড়িয়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, পৌর যুবলীগ সহ-সভাপতি মিজানুর রহমান মল্লিক, যুবলীগ নেতা মাহফুজুর রহমান,উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান বাবু, পাদ্রীশিপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান (রিপন)সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।