রোহিঙ্গা নিধন রুখে দাড়াও বিশ^ স্লোগানে কাপাসিয়ায় প্রতিবাদ ও মিছিল
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : রোহিঙ্গা নিধন রুখে দাড়াও বিশ^ স্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উদীচী কাপাসিয়া শাখা উদ্যাগে নতুন বাসস্ট্যান্ড এ সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নেতাকর্মী সমাবেশে উপািস্থত ছিলেন। রোহিঙ্গা নিধনে বিশ^ বাসীকে স্বোচ্ছার হওয়ার আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ এবং ওই দেশে বৃদ্ধা, শিশু , নারী ও পুরুষের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানান। উদীচী সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার বলেন, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য বাসস্থান, খাদ্য, ব¯্র, চিকিৎসার ব্যবস্থা করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। একই সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নেতে মিয়ানমারের সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করা উদাত্ব আহবান জানান তিনি। উদীচী কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মন্জুরুল হক, জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সোয়েব সিকদার, ছিদ্দিক ফকির, আসাদুল্লাহ মাসুম, আলমগীর হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী মাতাবর রহমান, আবুল কাশেম, মরিরুজ্জামান, প্রমুখ। পরে উদীচী কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে রোহিঙ্গা নিধন রুখে দাড়াও বিশ^ স্লোগানে কাপাসিয়া শহরে একটি বিক্ষোভ মিছিল করে।