জয়পুরহাট শহরের একমাত্র প্রধান সড়ক ৪ লেনে উন্নতি করন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মো: নাহিদ আখতার:জেলা ব্যুারো প্রধান:জয়পুরহাট:- জয়পুরহাট-জেলায় রুপান্তরের পর থেকে প্রায় ৩২ বছর পেরিয়ে গেলেও জয়পুরহাট শহরের একমাত্র প্রধান সড়কের আকৃতির তেমন কোন পরির্বতন জয়পুরহাট বাসী দেখে নাই।
জয়পুরহাট শহরের প্রধান সড়ক-পূর্বে মোকামতলায়-বিশ্ব রোডের সাথে সংযুক্ত হয়ে দক্ষিনে রংপুর ও উত্তরে বগুড়া হয়ে ঢাকা।পষ্চিমে মঙ্গলবাড়ী,ধামুরহাট হয়ে নওঁগা ও রাজশাহী। উত্তরে হিলিস্থল বন্দর হয়ে দিনাজপুর। দক্ষিনে আক্কেলপুর হয়ে রাজশাহী জেলার সড়কের সাথে সংযুক্ত হয়েছে। সড়ক পথে জয়পুরহাট শহর থেকে এসব জেলার সাথে যোগাযোগ সহজ হওয়ায় জয়পুরহাট শহরের প্রধান সড়কের গুরুত্ব ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
জয়পুরহাট শহরের একমাত্র প্রধান সড়কের গুরুত্ব ও ব্যবহার বেড়ে যাওয়ায় এ সড়কের উপর চাপ যেমন বেড়েছে তেমনি স্থান সংকুলন হওয়ায় যানজটও লেগে থাকে প্রায় সব সময়।
সকল সমস্যাকে গুরুত্ব দিয়ে জয়পুরহাট-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একক প্রচেষ্ঠায় জয়পুরহাট শহরের প্রধান সড়কটি ৪ লেনে উন্নতি করনের সিদ্ধান্ত একনেকে পাস হয়েছে।
এ উপলক্ষে ৩ অক্টোবর মঙ্গলবার জয়পুরহাট শহরের প্রধান সড়ক ৪ লেনে উন্মতিকরন বিষয়ে পৌর চত্বরে এক মতবিনিময় সভার আয়োজন করেন জয়পুরহাট পৌর সভার পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মো: মোকাম্মেল হক জেলা প্রশাসক-জয়পুরহাট, রশীদুল হাসান পুলিশ সুপার-জয়পুরহাট,সাদেকুল ইসলাম তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল-বগুড়া, নাঈমা নাজনীন নাজ প্রধান প্রকৌশলী এলজিইডি-জয়পুরহাট,
মো: তানভীর সিদ্দিক নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ-জয়পুরহাট।
মতবিনিময় সভার সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মো:আজিজ মোল্যা সাবেক পৌর মেয়র, এ্যাড নিপেন্দ্রনাথ মন্ডল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক বিএনপি সাংসদ এ্যাড আবু ইউসুফ মো: খলিলুর রহমান, জয়পুরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান আলী,জয়পুরহাট জেলার জেলা প্রশাসক মো: মোকাম্মেল হক, জেলার পুলিশ সুপার মো:রশীদুল হাসান সহ জেলার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টর নেতাকর্মী ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার বক্তব্যে জানান- জয়পুরহাট শহরের রেলগেট হতে বটতলী বাজার পর্যন্ত প্রধান সড়ক আপাতত ৪ লেনে উন্মতিকরনের প্রস্তাব একনেকে গৃহীত ও পাস করতে পেরেছি। যা আগামীতে রেলগেট থেকে মঙ্গলবাড়ী ও মোকামতলা পর্যন্ত বর্ধিত করা হবে। তিনি সড়ক ৪ লেনে উন্নতি করনের ক্ষেত্রে যে সকল জমি অধিকরন করা হবে, সে সকল জমির মালিকগন যেন কোন প্রকার হয়রানী বা টাকার ব্যপারে দূর্নীতির শিকার না হয় সেদিকে বিশেষ নজর রাখার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দেন।
মতবিনিময় সভার শেষে মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক মেয়র জয়পুরহাট পৌরসভা, ৪ লেন সড়কের সাথে জয়পুরহাট শহরের সরকারী রামদেও বাজলা স্কুল ও সরকারী গার্ল্স স্কুলের শিক্ষার্থীর সুবিধার্তে ফুট ওভার ব্রীজ নির্মানের অনূরোধ করেন।