চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডস্থ নতুন রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকালভোরে নগর গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করে।
আটককৃতরা হলেন- বাদশা মিয়া (১৯), মো. সুমন (২২), মো. কাশেম আলী (২৮) ও মো. সাব্বির হোসেন (২০)।
নগর গোয়েন্দা পুলিশের এসআই রাজিব হোসেন জানান, নগরীর নতুন রেলওয়ে স্টেশনের বিপরীতে নুপুর মার্কেট এলাকায় একদল ডাকাত অবস্থান করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দুটি ছুরি, একটি স্কু ড্রাইভার, দুটি মোবাইল, তিনটি শপিং ব্যাগ, দুটি বিছানার চাদর, একটি লোহার প্লেটবার, একটি ট্রাভেল ব্যাগ, একটি লোহা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির জন্য ওই স্থানে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে। তারা ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, ঢাকা মহানগর, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, বগুড়া জেলার বিভিন্ন থানায় মার্কেটসহ বাসা বাড়িতে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে ।