চট্টগ্রামে র্যাবের অভিযানে ৫০০ লিটার মদ ও ১০ কেজি গাঁজাসহ আটক ০২
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথাস্থ বহদ্দারহাট হতে কালুরঘাট অভিমুখী রাস্তার দক্ষিন পার্শ্বে কান্ট্রি স্প্রীট সপ এর ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় করাকালে ৫০০ লিটার দেশীয় তৈরী মদ এবং ১০ কেজি গাঁজাসহ আসামী মোঃ লোকমান হোসেন (২৬), মোঃ লিটন (৩২), হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদ এবং গাঁজার আনুমানিক মূল্য ০৩ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর টেবিল ৭(খ)/২২(গ) ধারা মোতাবেক চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান আরো জানায়, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে ফেন্সিডিল ও মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।