টঙ্গীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ চিকিৎসকের দালালের হুমকিতে আতঙ্কে নিহতের
রবিউল ইসলাম,টঙ্গী :
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় চিকিৎসকের ভুল চিকিৎসায় ৪ মাসের এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে এঘটনায় ঘটে। নিহতের পরিবারে উপরে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে সন্তান হারানোর বেদনা অন্যদিকে চিকিৎসকের লেলিয়ে দেয়া দালালদের মহড়া ও হুমকি ধামকিতে আতঙ্কে রয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
নিহতের বাবা হাবিবুর রহমান জানান, তার চার মাস বয়সী মেয়ে হুনাইফা গত বৃহস্পতিবার ঠান্ডায় আক্রান্ত হলে তাকে হোসেন মার্কেটের চৌধুরী ঔষধ বিপনীতে ডা. মো. দেলোয়ার হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সিপ্রোসিন-২৫০,ব্রোঙ্কোলাক্স সিরাপ ও ফলিসন-৫ ট্যাবলেট দেয়া হয়। পরে চিকিৎসকের নির্দেশ মোতাবেক ঔষধ খাওয়ানোর কিছুক্ষণ পরই সে অনর্গল বমি করতে করতে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং ভোররাতে শিশুটি মারা যায়। পরে শিশুটির আত্মীয় স্বজন চিকিৎসকে এবিষয়ে জিজ্ঞাসা করলে তিনি রেগে যান। একপর্যায়ে সকাল থেকে ওই চিকিৎসকের লেলিয়ে দেয়া দালালচক্রের সদস্যরা নিহতদের আত্মীয় স্বজনদের এব্যাপারে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে আসে। তথ্য সংগ্রহ করতে গেলে ডা. দেলোয়ারের লোকজন স্থানীয় সাংবাদিকদের সাথেও দুর্ব্যবহার করে।
এব্যাপারে ডা. মো. দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অসুস্থ অবস্থায় শিশুটিকে তার স্বজনরা আমার কাছে নিয়ে এসেছিল। আমি প্রয়োজনীয় ঔষধ দিয়েছি। ঔষধ খাওয়ানোর পর শিশুটি যখন বারবার বমি করছিল তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ছিল।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।