প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে না দেয়ায় কর্মসূচির ডাক
প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে দেখা করতে না দেয়া বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষার দাবিতে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব বারে মানববন্ধন-প্রতিবাদ কর্মসূচির ডাকা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সভাপতি সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এ সময় তিনি সংগঠনটির পক্ষ থেকে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সরকারি কর্মকর্তারা দেখা করতে পারলেও আইনজীবীরা দেখা করতে পারেননি।
এমনকি বিচারপতির বাসার দিকে যাওয়ার সময় পুলিশ অনৈতিকভাবে তাদের বাধা দিয়েছে বলে জানান তিনি।
বিচারপতির চিঠিতে বেশ কয়েকটি বানান ভুলই প্রমাণ করে তিনি স্বেচ্ছায় ছুটিতে যাননি—তাই বিচারপতিকে আইনজীবীদের মধ্যে আসতে দিতে সরকারে প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
তারা আরো দাবি করেন, চাপের কারণেই প্রধান বিচারপতি ছুটিতে গেছেন।