পতেঙ্গা নাগরিকদের উদ্যোগে নো-ট্যাক্স: অযৌক্তিক ১৭% হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার ও নাগরিক সেবা নিশ্চিতের দাবী প্রকাশের জন্য সংবাদ:৮ অক্টোবর
চট্টগ্রাম সিটি কর্পোরেশন শহরহীন পতেঙ্গায় অযৌক্তিক ১৭% হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার ও নাগরিক সেবা নিশ্চিতের দাবীতে শহর থেকে বিচ্ছিন্ন পতেঙ্গাবাসী নাগরিকদের উদ্যোগে ”নো ট্যাক্স” শিরোনামে মতবিনিময় সভা মোঃ ওয়াহিদ হাসানের সভাপতিত্বে এবং মোঃ সওকত রানার সঞ্চালনায়অনুষ্ঠিতহয়। সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা যথাক্রমে হাজী আব্দুল হালিম,জয়নাল আবেদিন চৌধুরী আজাদ,মোঃ ইউনুছ,ইঞ্জিনিয়ার আব্দুর সবুর,মোঃ আলি,হাজী নুরুল আবছার,মোহাম্মদ শামশুদ্দীন,আবু জাফর,হাজী মোঃ ইউছুপ,হাজী সেকান্দর কন্ট্রাঃ,,শামশুল আলম কন্ট্রাঃ,হাজী নুরুল হুদা,আহম্মদ হোসাইন, আলী আকবর চৌধুরী,হাজী মোঃ সুলতান,হাজী সোলাইমান,জসিম উদ্দিন,জাবেদ,মুন্সী মিয়া, মোঃ লিটন,নজরুল ইসলাম মিন্টু,নাছির উদ্দিন,মাসুম উদ্দিন প্রমুখ। শনিবার সন্ধ্যা হতেই সেই ৭১সালের মতো কুপি হাতে এই অযৌক্তিক ১৭% হোল্ডিং ট্যাক্সর প্রতিবাদ জানাতে ছুটে আসেন স্টীল মিল বাজার এলাকায়। উপস্থিত সকলের এক সুর-এক শ্লোগান ”নো –ট্যাক্স”। চসিকের এই অনৈতিক চাপিয়ে দেওয়া করের বোঝা অবহেলিত পতেঙ্গা বাসী বহন করতে পারবে না। উপস্থিত সভা থেকে আয়োজকরা এক বার্তায় জানান,৩৯নং ওয়ার্ডের আংশিক,৪০ ও ৪১নং ওয়ার্ডের বাসিন্দাদের শীঘ্রই গণ আন্দোলন গড়ে তোলে অযৌক্তিক ১৭% হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার ও নাগরিক সেবা নিশ্চিত করতে চসিক বাধ্যকরবেন বলে হুশিয়ারী দেন। কর দাতা সুরক্ষা পরিষদ শনিবার এক সংবাদ সম্মেলন করে নগরীর ১০টি ওয়ার্ডে ট্যাক্স অফিস ঘেরাও সহ অবস্থান কর্মসূচি পালন এবং বিক্ষোভ মিছিল করার লিখিত ঘোষনা দেন সভাপতি নুরুল আবছার,সাঃ সম্পাদক প্রফেসর মোঃ আমির উদ্দিনএবং মুখপাত্র হাসান মারুফ রুমি। এছাড়া ৩৬,৩৭,৩৮,৩৯নং ওয়ার্ডের বাসিন্দাদের গণ অবস্থান কর্মসূচি মানববন্ধন ইপিজেড মোড়ে শুক্রবার১৩ অক্টোবর বাদে জুমা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে কর দাতা সুরক্ষা পরিষদ সূত্রে জানা গেছে।