রোহিঙ্গাদের জন্য বিশাল ক্যাম্প নির্মাণ পরিকল্পনা হবে বিপজ্জনক: জাতিসংঘ
মিয়ানমার থেকে পালিয়ে আসা ৮ লাখের বেশি রোহিঙ্গার জন্য বাংলাদেশে যে বিশাল শরণার্থী ক্যাম্প নির্মাণের পরিকল্পনা করা হয়েছে তা বিপজ্জনক হবে বলে মনে করছে জাতিসংঘ।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একটি বড় শিবিরে লাখ লাখ শরণার্থীকে রাখার পরিকল্পনায় স্বাস্থ্য ও নিরাপত্তাগত ঝুঁকি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকায় বিশ্বসংস্থাটির আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস।
রাখাইনে গত ২৪ আগস্ট নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ২৫ আগস্ট থেকে ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। ওই সহিংসতায় এ পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
এর আগে থেকেই আরো কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে তাদের জন্য কুতুপালংয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প তৈরি পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।
এই পরিস্থিতিতে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে শনিবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৮ লাখের বেশি রোহিঙ্গার জন্য বাংলাদেশে যে বিশাল শরণার্থী ক্যাম্প নির্মাণের পরিকল্পনা করা হয়েছে তা বিপজ্জনক হবে বলে মনে করছে জাতিসংঘ।
একটি বড় শিবিরে লাখ লাখ শরণার্থীকে রাখার পরিকল্পনায় স্বাস্থ্য ও নিরাপত্তাগত ঝুঁকি সৃষ্টির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
ওয়াটকিনস বলেন, এক জায়গায় মাত্রাতিরিক্ত মানুষ বসবাসের ফলে নানা ধরনের মরনঘাতী রোগ দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
এছাড়া সেখানে আগুন লাগার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি।