চট্টগ্রামে মেয়র নাছির এর নিদেশে প্রকৌশলীরা মাঠে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে রাত দিন কাজ করছে
আবু জাহেদ ফয়সাল ( চট্টগ্রাম) আবহাওয়া ও আকাশে মেঘের ঘনঘটা থাকলেও নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশে প্রকৌশলীরা ক্ষতিগ্রস্থ সড়কগুলো সংস্কারে মাঠে নেমেছেন। রাত দিন ২৪ ঘণ্টা চসিক’র সমস্ত জনবলসহ বাইরে থেকে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়ে নগরীর প্রধান সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়েছে। গতকাল ৬ অক্টোবর ২০১৭ খ্রি. শুক্রবার সরকারি ছুটি থাকলেও আগ্রাবাদ এক্সেস রোড এবং আরাকান সড়কে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে এ সংস্কার কাজ চলে।
মেয়র জানিয়েছেন, আবহাওয়া অবস্থা ভাল থাকলেই ইনশাল্লাহ আগামী দু তিন’সপ্তাহের মধ্যে নগরীর সব সড়ক, গলি-উপগলিতে সংস্কারের ছোঁয়া লাগবে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে মানুষের দুর্ভোগ লাঘব করাই এখন আমার একমাত্র লক্ষ্য।
মেয়র বলেন, আমি নগরবাসীর সেবক, আমার কর্মকান্ড মানুষের কল্যাণে নিবেদিত। আমার দ্বারা একজন মানুষও ক্ষতিগ্রস্থ কিংবা দুর্ভোগে পড়–ক তা আমি চাই না।সকলের সহগোগিতা কামনা করছি।সকলে মিলে একসাথে কাজ করতে চায়।
মেয়র আরো বলেন, গৃহকর নিয়ে একটি শ্রেণী ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। আমি কোন ক্রমেই মন্ত্রণালয়ের নির্দেশের বাইরে যেতে পারি না। গৃহকর বাড়ানো আমার একা সিদান্ত নয় তাই এখানে আমার ব্যাক্তিগত কোনো চাওয়া নেই।