আইফোন ৮ এর ব্যাটারি ফুলে ওঠার কারণ তদন্ত হচ্ছে
অ্যাপলের আইফোন ৮ ডিভাইসের ব্যাটারিতে সমস্যা থাকার অভিযোগ উঠেছে। ডিভাইসটির ব্যাটারি ফুলে মূল কাঠামো বা বডি থেকে স্ক্রিন আলাদা হয়ে যাচ্ছে। তবে এতে কোনো বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে অ্যাপল এ কথা জানিয়েছে। খুবই সংক্ষিপ্ত এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘বিষয়টি নিয়ে আমরা সতর্ক রয়েছি এবং ঘটনার কারণ তদন্ত হচ্ছে।’
আইফোনের ব্যাটারি ফুলের ওঠার প্রথম ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। দেশটির একজন গ্রাহক আইফোন ৮ কিনেছিলেন। কেনার পাঁচদিন পরই চার্জের সময় এটির ব্যাটারি ফুলে স্ক্রিন মূল কাঠামো বা বডি থেকে আলাদা হয়ে ওপরে উঠে যায়। পরে জাপান, চিন, কানাডা ও গ্রিস থেকেও অনুরূপ অভিযোগ পাওয়া প্রতি বছর সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ বাজারে আসে। সে ধারাবাহিকতায় অ্যাপল ১২ সেপ্টেম্বর আইফোন ৮ ও ৮ প্লাস এবং দশক পূর্তি সংস্করণ আইফোন এক্স বা আইফোন টেন উন্মোচন করেছে। গত ২২ সেপ্টেম্বর অ্যাপলের আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে বিক্রি শুরু হয়েছে।