আসামী ধরতে গিয়ে আসামীর চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ জয়পুরহাট জেলার কালাই থানা,পুলিশের বিরুদ্ধে।
মো:নাহিদ আখতার:জেলা ব্যুারো প্রধান:জয়পুরহাট:-জয়পুরহাট জেলার কালাই থানাধীন হারুন্জা গ্রামে আসামী ধরতে গিয়ে সাইদুর রহমান(৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কালাই থানার ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে।
নিহত সাইদুর রহমান(৩৮) কালাই থানার হারুন্জা গ্রামের কাজেম আলীর ছেলে ও মাদক ব্যবসায়ী শাপলা(৩২) এর চাচা।
আজ ৯ অক্টোবর সোমবার: ভোর আনুমানিক ৪ টার সময় কালাই থানার একজন অফিসার সহ ৪ জন পুলিশ সদস্য কালাই থানাধীন হারুন্জা গ্রামে শাপলা(৩২) নামে একজন চিন্হিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গেলে আসামীর চাচা সাইদুর রহমান(৩৮) তাতে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে আসামী ছিনিয়ে নিতে নিহত সাইদুর রহমান সহ ৫-৬ জন পুলিশের সাথে হাতাহাতি করে। এরই এক পর্যায়ে সাইদুর রহমান অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালাই স্বাস্থ্য কেন্দ্রে নিলে দায়িত্বে থাকা ডাক্তার মৃত্যু ঘোষনা করেন বলে জানান-কালাই থানার অফিসার-ইন-চার্জ। তদন্ত্যের স্বার্থে অভিযুক্ত পুলিশ সদস্যদের নাম আপাতত জানানো যাবে না বলেও তিনি জানান।
এদিকে সাইদুর রহমানকে হত্যার অভিযোগে স্থানীয় গ্রামবাসী স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। বিক্ষোভ নিয়ন্ত্রনে আনতে কালাই থানা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে পুলিশ সদস্য সহ ৪ জন আহত হয়।
রশীদুল হাসান পুলিশ সুপার জয়পুরহাট জানান-অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নিহত সাইদুর রহমানের লাশ ময়না তদ্যন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত পুলিশ সদস্য ও বাঁকিদেরও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
ঘটনার তদন্ত্য চলছে, সঠিক কারন ও অপরাধি চিন্হিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান-জেলা পুলিশ সুপার রশীদুল হাসান।