রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ঐক্যমত তৈরিতে ব্যর্থ জাতিসংঘ
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ঐক্যমত তৈরিতে জাতিসংঘ ব্যর্থ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সোমবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ-- বিআইআইএসএসের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. গওহর বলেন, যেখানে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে পোপ, বিভিন্ন দেশের সরকার প্রধান, এমনকি সাধারণ পরিষদের আলোচনায় রোহিঙ্গা নির্যাতনের নিন্দা জানানো হয়েছে, সেখানে জাতিসংঘ প্রস্তাব পাস করাতে ব্যর্থ হয়েছে।
এমনকি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতেও তারা ব্যর্থতারা পরিচয় দিয়েছে বলে জানান তিনি।
গওহর আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রভাবশালী দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।