লালমনিরহাটের রিক্সাচালক সালামকে বাঁচাতে অনেক অর্থের প্রয়জন
শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি:গরীব মানুষ আমি রিক্সা চালিয়ে দু মুঠে খাবার খাই আবার সংসার চালাতে হয়।অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার আবার আমার নিজের জন্য ঔষধ কিনে খেতে হয়।না হয় আমি আরো অসুস্থ হয়ে যাই।কিন্তু এখন আমি রিক্সা চালাতে পারি না সংসার তো চলেই না আবার আমি অসুস্থ হয়ে গেছি বেশি কেমন করে আমার চিকিৎসা করবো।আমার চিকিৎসা করার জন্য অনেক অর্থের প্রয়জন এত টাকা বাবা পাবো কই।
এভাবে কথা গুলো বলছিলেন, লালমনিরহাটের এক গরীব রিক্সাচালক মোঃ আব্দুস সালাম। তিনি লালমনিরহাট শহরের পূর্বখুটামারা (নবীনগর) এলাকার মৃত ছনের উদ্দিন পুত্র। তিনি বর্তমানে কিডনী, লিভার ও হার্টের জটিল-কঠিন রোগে আক্রান্ত। স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হয়ে না ওঠায় ঢাকা চিকিৎসা নেওয়ার পরার্মশ দিয়েছে চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে ঢাকায় চিকিৎসা নিতে পারছে না।
পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকায় তার জীবন সংকাটাপন্ন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের চাওয়া পাওয়া এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। তাই সাহায্যের জন্য সমাজের বিত্তবান, দানশীল ও হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে আব্দুস সালাম ও তার পরিবার । সবার অনুগ্রহ বা আর্থিক সহযোগিতায় বাঁচতে পারে আব্দুস সালামের জীবন।
তার পরিবার জানান, গত কয়েক মাস ধরে অসুস্থ অনুভব করে আসছিল। স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হয়ে না ওঠায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরার্মশ দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় গিয়ে একজন রিকসাচালক চিকিৎসা নেওয়া মতো অর্থ নেই তার। তার সুচিকিৎসার জন্য প্রয়োজন কয়েক লক্ষ টাকা। কিন্তু এতগুলো টাকা তার পরিবারের পক্ষ থেকে বহন করা একেবারেই অসম্ভব। তাই আব্দুস সালামের সুচিকিৎস্বার্থে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং ১৪৮৩১০১০৮৭২৫৪, পূবালী ব্যাংক লিঃ, লালমনিরহাট শাখা। মোবাইল ও বিকাশ নং ১৭১৮৬২৬৯১৬, ০১৮৪৬১৮৯৩৫৫, ০১৭২৯৬১৩৩৯৪ (রকেট)।