সৌর বিদ্যুতে চালিত বাস
চুয়াডাঙ্গা থেকে ফিরে আল-আমীন: চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে গত মঙ্গলবার পরীক্ষামুলক ভাবে চালানো হয়েছে দেশের প্রথম সৌর বিদ্যুতে চালিত ওয়াটার বাস সোলার বোটিং । বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সস্পদ মত্রণালয়ের আওতাধীন টেকসহ ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃপক্ষ সোলার -ই-টেকনোলজির প্রকেীশল ও গণমাধ্যমকমীরা এই ওয়াটার বাস চড়ে মাথাভাঙ্গা নদীতে ভ্রমন করেছেন এ সময় বুয়েটের নৌ-স্থাপত্য ও সমুদ্র প্রকেীশল বিভাগের শিক্ষক মো: শাহাজাদা তরফদার, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃপক্ষ সোলার -ই-টেকনোলজির পরিচালক শেখ রিযাজ আহমেদ ,জাপান থেকে আসা ইউএসডিপি পর্যবেক্ষণ কাজুসি হিরোহাতা এবং এ দেশীয় পর্যবেক্ষণ ও মুল্যায়ন কর্মকর্তা মহাসিন হামুদা , সোলার -ই-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নাইমুল ইসলাম ও ওয়াটার বাস ছিলেন ।মো: শাহাজাদা তরফদার এই উভ¦াবনকে টেকসহ ও নবায়ন যোগ্য জালানি উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন সৌর বিদ্যুতে চালিত নৌযান নিয়ে তিনি খুবই আশাবাদী। কাজুসি হিরোহাতা বলেন আমি মুগ্ধ পৃথিবীর কোন দেশের সৌর বিদ্যুতে চালিত নৌযান দেখিনি । এটা ভবিষ্যাতে জনবান্ধব নৌযান পরিনত হবে ও টিকে থাকবে।