কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের সাথে এসপি’র মত বিনিময় সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের সাথে এসপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলার ছয়টি উপজেলার কমিউনিটি পুলিশং সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষক, সাংবাদিক, ওকিল এ মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় মতবিনিময় সভার সভাপতি পুলিশ সুপার মো. জায়েদুল আলম (পিপিএম) বলেন, মাদক হচ্ছে একটি জাতির জন্য অভিশাপ। প্রত্যেকটি জাতির উন্নয়নের বাধা হয়ে দাঁড়িছে মাদক। তাই পুলিশের পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব নয়। দেশের সরকারি-বেসরকারি শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সমাজের সুশিল সমাজের মানুষ কঠিন হস্তে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে মাদক সেবন ও বিক্রয় দুটোই বন্ধ করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, শ্রীনগর সার্কেল এসপি মো. সাইফুল ইসলাম (পিপিএম), জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মো. মতিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মো. তানভির হাসান, ডিবি (ওসি) মো. ইউনুছ আলী, সদর থানা কমিউনিটি পুলিশিং সভাপতি কাদির মোল্লা, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুনেছা নাজমা, শ্রীনগর উপজেলার কমিউনিটি পুলিশিং সভাপতি মো. ইকবাল হোসেন মাস্টার, লৌহজং উপজেলার কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদত মোজ্জামেল হক, সিরাজদিখান উপজেলার ২নং ওর্য়াড কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুল মান্নান শেখ জমির আলী, টঙ্গীবাড়ি উপজেলার কমিউনিটি পুলিশিং সভাপতি মোফাজ্জল হোসেন, গজারিয়া উপজেলার কমিউনিটি পুলিশিং সভাপতি নাসির উদ্দীন মিয়াজী সহ কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।