র্যাবের অভিযানে গাঁজা এবং ১টি ট্রাকসহ আটক -২
এম.রফিকুল ইসলাম(চট্টগ্রাম) : র্যাব-৭ চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কুমিল¬া থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারী বিএমএ গেইট সংলগ্ন মেসার্স সি গোল্ড ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৯৫২৯) আটক পূর্বক আসামী আব্দুল মোতালেব(২৯), মোঃ আমজাদ হোসেন (৩২),কে আটককরে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৯৫২৯) তল¬াশী করে ট্রাকের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসাীদের তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানা যায, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রয় করছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল এর ৭(খ)/২১ ধারা মোতাবেক চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।