আশুলিয়ায় খাল উদ্ধারের উদ্যোগ সহকারি ভূমি অফিস
আব্দুস সাত্তার,আশুলিয়াঃ
আশুলিয়ায় দীর্ঘদিন ধরে বেদখল থাকা বাইপাইলের নীলার খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে আশুলিয়া সহকারি ভূমি অফিস।
বুধবার সকাল থেকে আশুলিয়া সার্কেলের ভূমি কর্মকর্তার নেতৃত্বে বাইপাইল-থেকে গাজিরচটের বটতলা পর্যন্ত নীলার খালের তিন কিলোমিটার অংশ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে সাভার সেনাবাহিনীর সহযোগিতা নেয়া হচ্ছে।
আশুলিয়া সার্কেলের সার্ভেয়ার লুৎফর রহমান জানান, সহকারি ভূমি কর্মকর্তার নেতৃত্বে দীর্ঘ দিন ধরে বেদখল থাকা খালটি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে সেনাবাহিনী সহযোগিতা করছে। আজকে শুধু খালটি জরিপ কাজ চালানো হয়েছে। জরিপ শেষে দখল হওয়া অংশ উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হবে। শুধু এ খাল নয় ক্রমান্বয়ে আশুলিয়ার সকল খাল উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।