ধুনটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় দু’জন গ্রেফতার
কারিমুল হাসান লিখন, ধুনটঃ
বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার সদর পাড়ার আব্দুল মান্নানের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সদ্য বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান (২৫) ও আব্দুল বারিকের ছেলে রাব্বী (২৫)। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর রাতেই তাদের ধুনট থানা হাজতে নেয়া হয়। বুধবার দুপুরে তাদের থানা থেকে বগুড়ার আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বভরনাশাহী গ্রামের আব্দুল আজিজের ছেলে ছাত্রলীগ কর্মী চপল মাহমুদের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম রেজার বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গত ১ অক্টোবর বিকেলে শহরের জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সেলিম রেজা ও তার লোকজন। এ ঘটনায় গত ৪ অক্টোবর বুধবার রাতে আহত চপল মাহমুদের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে আসামীরা পালিয়ে ছিলো। অন্যদিকে আহত চপল মাহমুদ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে সেলিম ও অন্যান্য আসামী পালিয়ে রয়েছে। পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার বিকেলে ঢাকার মোহাম্মপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেলিম রেজা ও রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেলিম রেজার বিরুদ্ধে আরো ২টি ও রাব্বীর বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে।