যেখানে রাজধানী ১৭% কর দেয় না, চট্টগ্রাম কেনো, নিজেকে যদি জনগনের প্রতিনিদি মানতেন তহলে জনগনের দুঃখ বুঝতেন, গৃহকর কমানোর উদ্যেগ নিতেন মেয়রকে - ডাঃ শাহাদাত
আবু জাহেদ ফয়সাল ( চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়া সত্বেও সেখানে ১৭% ট্যাক্স নির্ধারণ করা হয়নি। পক্ষান্তরে অবহেলিত চট্টগ্রামের মানুষ যেখানে তাদের ন্যায্য নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, রাস্তাঘাট ঘাটের বেহাল দশা, জলবদ্ধতা এবং স্বাস্থ্য সেবার চরম সংকটময় জীবন যাপন করার ফলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিকভাবে গৃহকর নির্ধারণ সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। চট্টগ্রামবাসী কোনভাবেই তা মেনে নিবে না। এছাড়াও ৪১টি ওয়ার্ড নিয়ে কর্পোরেশন এলাকা হলেও বেশিরভাগ ওয়ার্ড শহরতলী এলাকায় অবস্থিত। যেখানে এখনো পর্যন্ত ঐ এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সিটি মেয়র। বঞ্চিত ঐসকল ওয়ার্ড সমূহের উপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অযৌক্তিক ট্যাক্স নির্ধারণ সমুচিন হয় নাই। ডা. শাহাদাত হোসেন মন্ত্রণালয় কর্তৃক কালো আইন প্রত্যাহার করার দাবি জানিয়ে তিনি মেয়রের উদ্দেশ্যে বলেন, আপনি যদি নিজেকে জনগণের প্রতিনিধি মনে করেন তাহলে মন্ত্রণালয় কর্তৃক কালো আইন বাদ দিয়ে জনগণের কাতারে ফিরে আসতে হবে। আইন জনগণের জন্য কিন্তু সে আইন যদি জনগণের কল্যাণে না হয় তাহলে সে আইন জনগণের স্বার্থে বাতিল করা উচিত।