টাঙ্গাইলের মধুপুর থানা হেফাজতে থাকা শিশুটি কার...?
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি শিশু পাওয়া গেছে। বর্তমানে তাকে মধুপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, মধুপুর বাসস্ট্যান্ড থেকে কতিপয় লোক শিশুটিকে ৯ অক্টোবর মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেই থেকে গত পাঁচ দিন ধরে মধুপুর থানা পুলিশের হেফাজতে আছে শিশুটি।
মধুপুর থানার ফেইসবুক পেইজে ছেলেটির ছবি দিয়ে পোস্ট দেয়া হয়েছে শুরুতেই। কিন্তু কেউ তার খোঁজ নিতে আসেননি। শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছে থানা প্রশাসন।
বুধবার (১১ অক্টেবর) বিকেলে থানায় গিয়ে কথা হয় শিশুটির সাথে। ১০/১২ বছরের ওই শিশুটি নিজের নাম সাকিব। তার বাবার নাম সহিদ ও মায়ের নাম ফারহানা বলে শিশুটি জানিয়েছে।
তবে তার ঠিকানা মধুপুর বললেও সুনির্দিষ্ট করে জায়গার কথা বলতে পারছে না শিশুটি।
তার মা ও বাবা কেউ নেই বলে জানায় সাকিব। বাবা পেশায় দর্জি ছিলেন। অসুখ হয়ে বাবা ও গাড়ির চাপায় পড়ে মা মারা গেছেন।
সে একটি ছোট গাড়িতে হেলপার ছিলো বলে জানালেও গাড়ির ড্রাইভার বা গাড়িটি কোন রোডে চলাচল হতো তার কিছুই মনে নেই তার।
ভাই বোন, চাচা, দাদা কারও নাম স্মৃতিতে নেই শিশুটির।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।