LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শনিবার| ২৩ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

বান্দরবানের জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অালোচনা সভা



[চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান ]রোজ বৃহস্পতিবার বিকাল ২:৩০ মিনিটে বান্দরবানের প্রধান অাওয়ামীলিগ কার্যালয় কক্ষে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।উত্ত সভায় প্রধান অতিথি জনাব অালহাজ অাবদুর রহিম চৌধুরী সন্মানিত সহ-সভাপতি বান্দরবান জেলা অাওয়ামীলিগ,প্রধান বক্তা ছিলেন বাবু ক্যসাপ্রু মার্মা,সাংগঠনিক  সম্পাদক বান্দরবান জেলা অাওয়ামিলীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,সভাপতিত্ব করেন, বাবু মিলন পাল, সভাপতি পৌর শ্রমিক লীগ। সঞ্চালনায়:- মো:হারুন গাজী সাধারণ সম্পাদক পৌর শ্রমিক লীগসহ অারো বিভিন্ন পৌর ওয়ার্ড এর তৃনমুল পর্যায় শ্রমিক লীগ নেতা বৃন্দরা উত্ত অালোচনা সভায় অংশগ্রহন করেন।এতে বক্তব্য রাখেন জনাব মো:সেলিম রাজা বলেন,১৯৭১ ইং সালের বংঙগ ব ন্ধু নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি।তাই অামরা বংঙগ বন্ধু অাদর্শ সৈনিক হিসেবে কাজ করে যেতে হবে বলে তিনি বক্তব্য শুরুতে পেশ করেন।তাই তার নেতৃত্বে ও শ্রমিক লীগ গঠনের উপর কাজ করে এগিয়ে যাওয়ার জন্য ও অাহবান করছেন।তাই বংঙগ বন্ধু অামার মাঝে নেই,শুধু তার কর্ম দেশের করে যাওয়ার অমর হিসেবে চিরতরে বেচেঁ অাছে।এদেশের মানুষ কোনদিন তার অবদান ভুলে যেতে পারেনা।তাই তাকে এদেশের সবাই শ্রদ্ধা সাথে শরণ করি।এদেশের স্বাধীনতা সময় সক্রিয় ভাবে যুদ্ধের ময়দানের অংশগ্রহণ করেছে অামাদের কয়েকশত হাজার শ্রমিক লীগের নেতানেত্রীরা প্রাণ হারান।তাদেরকে অামরা শরন করতে চাই।শ্রমিকলীগের অাগামীতে কলা-কৌশল ভাবে কাজ করে যে হবে বলে অাহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।এর পর উত্ত অালোচনা সভাতে সঞ্চালন করেন মো:হারুন গাজী তিনি বক্তব্য বলেন,অামরা বংঙগ বন্ধু পতাকা তলে মধ্যে দিয়ে শ্রমিক দল কে শত্তিশালী গড়ে তোলে সামনের দিগে এগিয়ে নিয়ে যেতে হবে বলে অাহবান জানাই।স্বাধীনতা সময় ও শ্রমিক লীগরা এদেশের অনেক অবদান রেখেছে।অাগামী নির্বাচনের অামাদের মহান নেতা বান্দরবানেরর কৃতি সন্তান মেহনতী মানুষের পরম বন্ধু উন্নয়নের রুপকার বাবু উশ্যেসিং মারমা বীর বাহাদুর এমপি মহোদয়কে অাগামীতে অাসন্ন নির্বাচনের বান্দরবান বাসী ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি অাহবান জানাই।তার নেতৃত্বে বান্দরবান জেলায় উন্নয়নের জোয়ার হয়েছে বলে বক্তব্য তুলে ধরেন। বীর বাহাদুর এগিয়ে যাও অামরা অাছি অাপনার পাশে,তাই অামরা অত্র জেলাকে অাগামীতে ধারাবাহিক ভাবে পাড়া গ্রামের ওর্য়াড এর মহল্লা অারো গতিশীল উন্নয়ন শীল এগিয়ে নিয়ে যেতে চাই,সবাই সহযোগিতায় এগিয়ে অাসুন।অামরা ২০৪১ সালে ইং মধ্যম অায়ের বা সম্পুর্ন ডিজিটাল অাওতায় গ্রামের গঞ্জে শহরে বন্দরে নিয়ে অাসতে চাই।দরিদ্রতা মুক্ত দেশ গড়ে তুলতে চাই।সামনের অাসন্ন নির্বাচনের বীর বাহাদুর এমপি হাতকে শক্তি গড়ে তোলার জন্য শ্রমিকলীগের নেতা কর্মীদের প্রতি জোড়ালো একতাবব্ধ ভাবে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য অাহবান জানাই।বক্তব্য শেষে জয় বাংলা জয় বংঙগ বন্ধু স্লোগান মধ্য দিয়ে শেষ করেন।এর পর উক্ত অালোচনায় সভার সভাপতিত্ব করেন বাবু মিলন পাল সভাপতি পৌর শ্রমিকলীগ নেতা বক্তব্য বলেন,অামরা সবাই মুজিব সেনা বংঙগ বন্ধুর অার্দশকে সন্মান সাথে কাজ করে যেতে চাই। অামার প্রাণ প্রিয় শ্রমিকলীগের নেতানেত্রীবৃন্দ রা অাগামী দিনের জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী স্বপ্ন বাণী বাংলাদেশ দরিদ্রতা মুক্ত এবং ২০৪১ সালের ডিজিটাল মধ্যম অায়ের দেশ দেখতে চাই।তাই অাসুন পুরনের লক্ষে অামার শ্রমিকলীগের ভাই বোনদের প্রতি অাহবান জানাই।জননেত্রী অার্দশ অনুযায়ী কাজ করে যেতে হবে।যেখানে অভাব অনঘটন কোন কিছু থাকবেনা এদেশের সবাই তিন বেলায় খেয়ে বেচেঁ থাকতে পারবে।এদেশের জংগীবাদের কোন স্থান নেই,তাদেরকে অাশ্রয় প্রশ্রয় দেয়া বড় অপরাধী তাদেরকে চিহৃিত করে অাইনেরর সোপর্দ করতে হবে।জংগী মুক্ত দেশ গড়ি।এর সাথে শ্রমিকলীগের নেতানেত্রীবৃন্দরা প্রতি বলেন সবাইকে জংগীবাদের বিরুদ্ধের রুখে দাঁড়াতে হবে। এই সংক্ষিপ্ত বক্তব্য ব্যাখা করে তিনি শেষ করেন।জয় বাংলা জয় বংঙগ বন্ধু। সাথে সাথে সিনিয়র প্রবীন নেতা উন্নয়নেরর রুপকার 'প্রধান বক্তা বাবু ক্যসাপ্রু মারমা সাংগঠনিক  সম্পাদক বান্দরবান জেলা অাওয়ামিলীগ ও সন্মানী সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মহোদয় বলেন,অাজকের শুরুতের বংঙগ বন্ধুকে শ্রদ্ধেয় সাথে শরন করে বক্তব্য পেশ করছি।১৯৭১ সালের স্বাধীনতা সময় লাখো লাখো মা বোনদেনদের ইজ্জত বিনিময়ে একটি লাল সবুজের পতাকা পেয়েছি।তাদের প্রতি অামরা শ্রদ্ধেয় সাথে শরন করছি।তার মধ্যে সেখানে শ্রমিকলীগের নেতানেত্রীবৃন্দরা শহীদ হন। শ্রমিকলীগের ভুমিকা অবদান অপরিসীম। অামরা সামনের অাসন্ন নির্বাচনের জননেতা বীর বাহাদুর এমপিকে অাবার নৌকায় মার্কায় বান্দরবান এলাকাবাসীরা ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সবার প্রতি অাহবান জানাই।অাপনারা জানেন বাংলাদেশ উন্নয়ন শীল দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে ঘুটি কয়েকজন অসাধু বিশৃংখলা ব্যক্তি রা দেশকে অরাজতৈক সৃস্টি বা পরিনত করতে চাই।অামরা কোনদিন এই দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দিতে চাইনা।সবাইকে সন্ত্রাসী দের মোকাবেলায় করতে হবে।অামরা সবাই প্রতিরোধ ও সন্ত্রাসী বিরুদ্ধেরর রুখে দাড়ায়ঁ। এদেশের তাদের কোন স্থান নেই বললে চলে।সাথে সাথে শ্রমিকলীগের নেতানেত্রীবৃন্দরা প্রতি অাবারো সন্ত্রাসী বিরুদ্ধের রুখে দাঁড়াতে হবে। জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা ব্যক্তি কে শ্রদ্ধেয় সাথে শরন করতে চাই।তাহার অবদান অনেক বেশি হিসেবে অাছে।তারপর তুলে ধরেন বান্দরবানে উন্নয়নের রুপ পরিবর্তন ধারাবাহিক ভাবে এগিয়ে চলেছে জনাব বীর বাহাদুর এমপি মহোদয় অত্যান্ত এই জেলাতে স্থানীয় বাসীন্দা রা সুবিধার্থে বিভিন্ন উন্নয়নেরর হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে বলে প্রধান বত্তা মহোদয় অবগতির ও ব্যাখা তুলে ধরেন।অাগামীদিনের নৌকায় মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত  অারো এলাকার গতিশীল উন্নয়ন করার সুযোগ দেয়ার জন্য অামি এমপি মহোদয় পক্ষে হয়ে এলাকাবাসী প্রতি বিনীত ভাবে অাহবান জানাই।অামরা উন্নয়নের বিশ্বাসী বা জনগনের নিরাপক্তা দিতে এই সরকার তৎপরতা রয়েছে বলে তিনি জানান।শেষান্তে সামনের শ্রমিকলীগেরর প্রতি অাহবান জানাই সবাইকে একতাবব্ধা ভাবে কাজ করে যেতে হবে।উক্ত অনুষ্ঠানের তৃনমুল পর্যায় অাগত শ্রমিকলীগের ভাইদের প্রতি শুভেচ্ছা জানিয়ে জাতির পিতা বংঙগ বন্ধুকে শরন করে বক্তব্য শেষ করেন।জয় বাংলা জয় বংঙগ বন্ধু স্লোগান মধ্যে দিয়ে মেহনতী মানুষ সুখী হোক।অাগামীতে শান্তিময় দেশ গড়ে তুলি।শেষান্তে প্রধান অতিথি প্রবীন জনদরদী নেতা জনাব,অালহাজ অাবদুর রহিম চৌধুরী সহ-সভাপতি বান্দরবান জেলা অাওয়ামিলীগ নেতা শুরুতে বলেন,অামরা সবাই বংঙগ বন্ধু অার্দশ সৈনিক হিসেবে কাজ করে যেতে চাই।১৯৭১ সালের যারা এদেশের প্রাণ দিলেন তাদের প্রতি শ্রদ্ধেয় সাথে শরন করছি।তারা অামাদের মাঝে নেই,অমর হিসেবে বেচেঁ অাছে।লাখো শহীদের রক্তের বিনিময়ে অামরা পূর্ব পাকহানাদার বাহিনীর সাথে নয় মাস যুদ্ধের অংশগ্রহন করে স্বাধীনতা অর্জন করেছি। মঞ্চ উপবিষ্ট মন্ডলী প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য পেশ করেন,অামরা সন্ত্রাসী বিরুদ্ধেরর সবাইকে রুখে দাড়াতে হবে।বান্দরবান জেলার জনাব ত্যাগী নেতা বীর বাহাদুর এমপি মহোদয় বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে। তাকে অামরা অভিনন্দন দিতে চাই।তাহার নেতৃত্বে উন্নয়ন জোয়ার বয়ছে,অাগামীতে অাসন্ন নির্বাচনের নৌকায় মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য শ্রমিকলীগেরর তৃনমুল পর্যায় অাগত নেতানেত্রী প্রতি প্রধান অতিথি মহোদয় অাহবান জানাই।সবাইকে কাধে-কাধ মিলে সামনের দিন গুলিতে কাজ করে এগিয়ে যেতে হবে।অাজকের জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অালোচনা সভা।শ্রমিকলীগ নেতানেত্রী ভাইদেরকে অনুষ্ঠান অায়োজন করার জন্য অামার  ব্যক্তিগত তরফ পক্ষ থেকে সংগ্রামীর এক রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। অাগামীতে তৃনমুল পর্যায় শ্রমিকলীগ দলকে অারো গতিশীল বা শক্তি গড়ে তোলার জন্য নেতানেত্রী বৃন্দ জোড়ালো ভাবে অাহবান জানাই। অামরা সবাই শেখ মুজিবুর পথিক হয়ে বা জননেত্রী শেখ হাসিনা পথিক হয়ে থেকে অনেক কাজ করে যেতে চাই।অাসুন অামরা সবাই এদেশকে উন্নয়ন ও সমৃদ্ধি দেশ গড়ি।দরিদ্রতা মুক্ত ও সন্ত্রাস মু ক্ত দেশ গড়ে তুলি।তিনি অারো বলেন অামরা এই দেশকে সন্ত্রাসী হাতে তুলে দিতে চাই না।সবাইকে সন্ত্রাসী বিরুদ্ধের রুখে দাড়িয়ে সামনের দিকে উন্নয়ন দিকে এগিয়ে যায়।সবাইকে অাবার ও সংগ্রামী রক্তিম শুভেচ্ছা ও জয় বাংলা জয় বংঙগ বন্ধু মধ্যেস্লোগান  দিয়ে এদেশের মেহনতী মানুষ দীর্ঘজীবি হোক বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ বা উক্ত অালোচনার সমাপ্তি ঘোষণা করেন।

ছবি: বান্দরবান জেলা কেন্দ্রীয় অাওয়ামিলীগ কার্যালয় হতে তোলা।


1