গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০১৭ পালন
গাংনী প্রতিনিধি : ‘কন্যা শিশুর আগমন,আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল র্যালি বের করা হয়। পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,গাংনী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশ, গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) গাংনী শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, জাতীয় পাটির্র জেলা শাখার সভাপতি আঃ হালিম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী ডিগ্রী কলেজের প্রভাষক ফজলুল হক সেন্টু, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, গাংনী থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন, করমদী কলেজের শিক্ষক এএসএম সায়েম পল্টু, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আক্তারুজাজামান।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সন্ধানী স্কুল এন্ড কলেজ ও ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিগন অংশ নেন।