একজন সাহসী পুলিশ সুপার রশিদুল হক
শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনি লালমনিরহাটে ১৯জুলাই/২০১৬ইং তারিখে যোগদান করার পর জেলার প্রতিটি থানায় সকল ধরনের অপরাধ খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে। এখানকার প্রথম সমস্যা মাদক, ভারতীয় সীমান্ত কাছাকাছি হওয়ায় এজেলার সবরুট দিয়ে মাদক দ্রব্য খুব সহজেই মানুষের হাতে চলে আসে। তিনি মাদকের বিষয়টি খুব কঠিন হস্তেদমন করার জন্য বদ্ধ পরিকর। ফলে অল্প সময়ে তিনি কয়েকবার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার পদে পুরুস্কার পান। তিনি খুব সাহসীকতার সাথে বলেন, এজেলায় হয় মাদক থাকবে, না হয় আমি। এই কথা তিনি মুখে নয় কাজে পরিচয় করে দেখিয়েছেন। বাংলাদেশের প্রথম লালমনিরহাট জেলা যেখানে ১৯জুলাই তারিখের পর থেকে বিভিন্ন কৌশলে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে, এতে প্রতিদিনে মাদক উদ্ধারসহ কেউ না কেউ আটকও হচ্ছে। অল্প সময়ে বেশি সাফল্য, গণমাধ্যমে যার সুখ্যাতির খবরে প্রকাশ হওয়ায় আশপাশের জেলাগুলোতেও একই কৌশলে মাদক বিরোধী অভিযান শুরু করেছেন। এই জেলার অনেক মাদক ব্যবসায়ীরা বলেন, এস পি রশিদুল হক এ জেলায় আসার পর থেকেই আমাদের আর নিস্থার নেই মাটির নিচে থাকলেও পুলিশ খুঁজে বের করছে। তাই এই মাদক ব্যবসা ছেড়ে স্বাবাভিক জীবনে ফিরে আসতে চাই। তিনি এই মাদকের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা মুলক অনুষ্ঠান করে শত শত মাদক ব্যবসায়ীদের শপথ করান, তারা আর কোনদিন এই অপরাধের কাজ করবে না বলে শপথ করেন। তিনি এ জেলায় যোগদানের পরে হাজার হাজার পিছ ফেন্সিডিল বিভিন্ন রকম মাদক উদ্ধার করেছেন যা লালমনিরহাট জেলা হওয়ার পরেও এতো মাদক উদ্ধারে সফলতা দেখাতে পারেনি। এস পি রশিদুলের কারনে অনেক মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে অথবা আতœসমার্পন করে স্বাবাভিক জীবনে ফিরে আসছে। জেলার সকল ধরনের মানুষ এস পি রশিদুলের প্রশংসায় পঞ্চমুখ। এস এম রশিদুল হক এর আগে তিনি রংপুর আর আর এফ এর কমান্ডেন্ট এস পি ছিলেন। সেখানেও তিনি অত্যান্ত দক্ষতার সাথে কাজ পরিচালনা করছিলেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সারা বাংলদেশ থেকে ২০১৭ পুলিশ সপ্তাহে “গ” গ্রুপের শ্রেষ্ঠ পুলিশ সুপার পদবী অর্জন করেন। এছাড়াও জেলায় আইনশৃংখলা স্বাভাবিক, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তিসহ আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে সন্মাননা পেয়েছেন পুলিশ সুপার এসএম রশিদুল হক বার বার। লালমনিরহাট সদর থানার এস আই কুদ্দুস বলেন, আমাদের এস পি রশিদুল হক স্যার যোগদানের পরেই আমাদের সকল অফিসারদের নিয়মিত এই মাদকের বিরোদ্ধে শক্ত অবস্থানে আসার জন্য বলেন।তিনি আরো বলেন অপরাধী যেই হোক তাকে আইনের কাছে ধরা দিতেই হবে।আমরা তার নির্দেশ মোতাবেক মাঠে-ঘাটে কাজ করে যাচ্ছি। প্রকাশ, তিনি লালমনিরহাটে যোগদানের পর ২০১৬ সালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৭শত ৪০টি মামলা দায়ের, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ১ হাজার ৭শত ৩৬ জন, মাদক মামলা ৬শত ৬১ টি, মাদক মামলায় আসামী গ্রেফতার ৭শত ৩১ জন। এছাড়াও ২ কোটি ১৯ লক্ষ ৪২ হাজার ৮শত ৬৫ টাকার ভারতীয় ফেনসিডিল, গাঁজা, হিরোইন, ইয়াবা