যশোরে দুর্র্বৃত্তে ছোড়া গুলিতে আহত এক যুবক
মীর ফারুক শার্শা (যশোর) থেকেঃ যশোর মাইকেল মধুসুদন দত্ত কলেজের দক্ষিণ গেটে মোঃ সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে। আহত সাইদুল যশোর জেনারেল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। গত ১৪ অক্টোবর শনিবার রাত ১১.০০ টার দিকে সাইদুল ইসলাম পায়ে হেটে বাড়ী ফিরছিল। এ সময় এম এম কলেজের দক্ষিন গেটে আলিমের চা-এর দোকানে পৌছালে, মটরসাইকেল যোগে ৩ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় সেখানে এসে দাড়িয়ে সাইদুল এর নাম ধরে ডাকে। সাইদুল পিছন ফিরতেই তাকে লক্ষ্য করে একজন এক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ঠ হয়ে সাইদুল এর বাম হাতের কব্জিতে বিদ্ধ হয়।
গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম পড়ে গেলে সন্ত্রাসীরা মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আহত অবস্থায় সাইদুলকে আশেপাশের লোকজন উদ্ধার করে রিক্সায় উঠিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।
গুলিবিদ্ধ সাইদুল ইসলাম যশোর সদর থানার রেলগেট পশ্চিম পাড়ার বিল্লাল খাঁ এর ছেলে। পেশায় সাইদুল ইসলাম একজন ভাঙ্গাড়ী ব্যবসায়ী ও যশোর যুবলীগের একজন কর্মী বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতয়ালী থানার ওসি এ.কে.এম আজম হুদা বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে তৎক্ষনাৎ পুলিশ পাঠানো হয় এবং গুলি বর্ষনকারী দুর্বৃত্তদের ধরার জন্য অভিযান চলছে। কী কারণে এই গুলি বর্ষনের ঘটনা ঘটেছে সেটাও তদন্তের মাধ্যমে বের করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাইদুল ইসলামকে অস্ত্রপাচারের মাধ্যমে বাম হাতের কব্জি থেকে গুলি বের করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।