রোহিঙ্গাদের বিপদে পাশে না দাঁড়ালে তা হবে অমানবিক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের এ ধরণের বিপদে পাশে না দাঁড়ালে তা হবে অমানবিক।
সোমবার বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার্স এর সদস্য ৩১টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক হস্তান্তর করতে গেলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের তিন কোটি মানুষ গৃহ হারা হয়েছিলেন। এর মধ্যে শরণার্থী হয়েছিলেন এক কোটি। একাত্তরে বাঙালিদের উপর পাকিস্তানী বাহিনীর অত্যাচারের মতো রোহিঙ্গারাও অত্যাচারিত।’
রোহিঙ্গাদের জন্য বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গাদের নিরাপদ স্থানে নিতে বহুমুখী সাইক্লোন সেন্টারসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রী যে পাঁচটি প্রস্তাব দিয়েছেন, তার ভিত্তিতে সমস্যার সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।