LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

যৌতুকের টাকা পরিশোধ না করায় গুরুত্বর আহত গৃহবধূ সঙ্গে ৭মাসের সন্তান



রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে যৌতুকের অবশিষ্ট টাকা না দেওয়ার জন্য এক গৃহবধূকে স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুত্বর আহত হয়ে বর্তমানে হাসপাতালের শয্যায় ৭মাসের সন্তান নিয়ে অসহ্য যন্ত্রনায় দিন কাটছে গৃহবধূ শান্তি আক্তারের (২০)।

ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার তেবাড়িয়া গ্রামে। গুরুত্বর আহত অবস্থায় পুলিশ শান্তি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

গৃহবধূ শান্তি আক্তার ও তার পরিবার জানায়, প্রায় ৪বছর আগে উপজেলার কাশিমপুর ইউপির বাহাদুরপুর গ্রামের দিনমজুর আব্দুল গফুরের মেয়ে শান্তি আক্তারের সঙ্গে একই উপজেলার পারইল ইউপি’র তেবাড়িযা গ্রামের নুর ইসলামের ছেলে আরিফ হোসেনের সঙ্গে ৩৫ হাজার টাকা যৌতুকের বিনিময়ে বিয়ে হয়। শান্তির দিনমজুর বাবা যৌতুকের ২০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধের জন্য সময় নেন। বাকি টাকার জন্য বিয়ের দু’বছর পর থেকে আরিফ ও আরিফের পরিবারের সদস্যরা কারণে-অকারণে শান্তিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে শুরু করে। শুরু করে মানসিক ও শারীরিক নির্যাতন। ইতিপূর্বে শান্তিকে একাধিকবার বেদম মারপিট করার ঘটনাও ঘটেছে। এলাকার কতিপয় ব্যক্তিরা সেই বিষয়গুলো নিরসন করেন। প্রায় ৭মাস পূর্বে সিজারের মাধ্যমে শান্তির কোলে জন্ম নেয় এক ছেলে সন্তান। এই চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন শান্তির দিনমজুর বাবা।

গত রোববার রাতে যৌতুকের বাকি টাকার জন্য তার স্বামী ও তার পরিবারের সদস্যরা বেদম মারপিট করে। এই মারপিটে শান্তির ৭মাসের সন্তানও আঘাত প্রাপ্ত হয়। এক পর্যায়ে শান্তি অজ্ঞান হয়ে পড়লে স্বামী আরিফ শান্তির নানা নুরুর কাছে ফোন দিয়ে জানায় যে আপনারা এসে আপনার নাতির লাশ নিয়ে যান। ওই রাতেই পুলিশের সহযোগিতায় শান্তিকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

বর্তমানে গৃহবধূ শান্তি আক্তার তার ৭মাসের সন্তানকে নিয়ে হাসপাতালের শয্যায় অসহ্য যন্ত্রনায় দিন কাটাচ্ছে। এখনো পর্যন্ত হাসপাতালে এসে গৃহবধূর যৌতুক লোভী স্বামী আরিফ কিংবা তার পরিবারের কেহ এসে তার কোন খোঁজ খবর নেয়নি। অপরদিকে শান্তির বাবা মেয়ের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন।

শান্তির বাবা মো: আব্দুল গফুর জানান, মেয়ের সুখের জন্য আমি এতোদিন কোন কিছু বলিনি। তারা আমার মেয়েকে কারণে-অকারণে মারপিট করতো। সকল কিছুর কষ্ট দিতো। মেয়ের সন্তান প্রসবের কারণে আমি যৌতুকের বাকি টাকা দিতে পারিনি। এরমধ্যে তারা আমার মেয়ের সিজারের ঘা শুকানোর আগেই আবার মারপিট করলো। আমি এর উপযুক্ত শাস্তি চাই। আমার মেয়ে একটু সুস্থ্য হলেই থানায় লিখিত অভিযোগ প্রদান করবো।

আরিফের পার্শ্ববর্তি রাজমিস্ত্রি মো: সাহাজান জানান, মারপিটের ঘটনা সত্য। এর আগেও আরিফ কারণে-অকারণে শান্তিকে মারপিট করতো। শান্তি একজন নিরীহ গৃহবধূ।
শান্তির স্বামী আরিফ জানান, বড় ধরনের কোন বিষয় নয়। পারিবারিক কলহের জের ধরে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।

আরিফের বাবা মো: নুর ইসলাম জানান, আমি ওইদিন বাড়িতে ছিলাম না। তবে শান্তিকে মারপিটের কথা শুনেছি। বিষয়টি পারিবারিক ভাবে নিরসন করার চেষ্টা করছি।

রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাতুন নাহার জানান, শান্তির শরীরে মারপিটের অনেক চিহ্ন দেখা গেছে। তবে তার এই যন্ত্রনা ভালো হতে আরো কিছুদিন চিকিৎসার প্রয়োজন। আমরা তাকে এবং তার আঘাত প্রাপ্ত সন্তানকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য চেষ্টা করে যাচ্ছি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, ওইদিন মেয়ের নানা এসে খবর দিলে আমি ফোর্স পাঠিয়ে মেয়েটিকে উদ্ধার করি। মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।#


1