রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া-চীন পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ও চীন বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন জোরালোভাবে বাংলাদেশের পাশে আছে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে নিয়মিত যোগাযোগের পাশাপাশি নেপথ্যে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে বলে হানান তিনি।
প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত রাশিয়া ও চীনে যাবেন বলেও জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, সম্প্রতি জাতিসংঘ মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ও ইউনিসেফ প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক বাংলাদেশ সফর করেছেন।
রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী।