ফিরেছেন খালেদা জিয়া
দেশের ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দেশের উদ্দেশে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছাড়ে।
বুধবার সোয়া ৫টায় তার ঢাকা হযরত (রহ.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মাইনুল ইসলামের বরাত দিয়ে দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশিচত করেন।
বিএনপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর হয় এ সময় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দলের চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। এছাড়াও নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিকেল ৩টা থেকে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়কের ফুটপাতে অবস্থান নেন নেতাকর্মীরা।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে গত সপ্তাহে ঢাকা ও কুমিল্লার আদালত থেকে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিএনপি নেতারা বলেন, সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পায় বলেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।
জানা গেছে, দেশে ফিরেই তিনি বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানাবেন।
পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা থাকলেও এখনই তাকে তা করা হচ্ছে না।
গত ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া ঢাকা ত্যাগ করেন। সেখানে ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি পা, হাঁটু ও চোখের চিকিৎসা করান।