কাপাসিয়ায় গ্রাম আদালত সেবা বৃদ্ধিতে র্যালি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ঃ কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদ এ গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সেবা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা হয়েছে। ১৯ অক্টোবর সকাল ১১ টায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এ র্যালির আয়োজন করে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক, শিক্ষার্থী, চৌকিদার, কৃষকসহ আশপাশের শতাধিক নারী পুরুষ বৃদ্ধা বণিতা র্যালিতে অংশহন করে। ‘‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে যাই ’’ এসব স্লোগানে র্যালিটি স্থানীয় হাইলজোর বাজার প্রদক্ষিণ করে। ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ. হাই, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন (এম এল এল এ) এর উপজেলা সমন্বয়কারী সাইদুর রহমান, সচিব আশরাফুল আলম, আদালত সহকারি হাসনা হেনা, ইউপি সদস্য সুফিয়া খাতুন, নাজনিন সুলতানা, আ. মোতালিব, আবু সায়েম, কাজল মিয়া, মোশারফ হোসেন সরকার টিটু, মোতাহার হোসেন, বোরহান উদ্দিন, রফিকুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।