চট্টগ্রামের সীতাকুন্ডে বাসে ২২ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তি আটক
মোহরম আলী সুজন,সীতাকুন্ড প্রতিবেদক( চট্টগ্রাম): সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী লেনে চট্টগ্রাম হইতে লক্ষ্মীপুর গামী যাত্রবাহীবাস শাহী পরিবহন (ঢাকা মেট্রোঃ-ব-১৪-০৯৯৩) তল্লাসী চালিয়ে ৭ হাজার ৩ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রহমান (৩০) আটক করেছে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ।
হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় একটি লক্ষীপুর গামী যাত্রীবাহী বাসকে তল্লাশী করে একটি কালো রংয়ের ব্যাগের করলে তার ভিতরে ৭৩০০পিচইয়াবা পাওয়া যায়। এসময় মো. আবদুর রহমান নামে এক ব্যাক্তিকে আটক করে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আমরা গোপন সংবাদে একটি গাড়িতে তল্লাসী করে একজনকে আটক করে ৭ হাজার ৩ শত পিস ইয়াবা উদ্ধার করি। আটককৃত ব্যাক্তিকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। আটককৃত আবদুর রহমান কক্সবাজার জেলার রোমানিয়া ছড়ার মৃত নুরুল হকের পুত্র বলে জানা যায়। আটককৃত ইয়াবাহার আনুমানিক মূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানা যায়।