জামালগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ফজলুল কাদের চৌধুরী তৌফিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মনিরুল হাসান। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যামিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী মো: আ: রাজ্জাক মাষ্টার, মো: আব্দুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: নুরু মিয়া। উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী সদস্য হাজী মো: আব্দুল জব্বার মাষ্ঠার, দাতা সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক দাতা সদস্য হাজী মো: আব্দুর রহিম তালুকদার ও আবু তাহের, অভিভাবক সদস্য মো: গিয়াস উদ্দিন, মো: আমীর মিয়া, হাজী মো: এনায়েত কবীর খান, পমাছা: তাহেরা বেগমসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও উপজেলার গনমাধ্যম কর্মীবৃন্দ। গত ১০ই অক্টোবর বিদ্যালয়ের মাঠে মার্কেট তৈরীর নামে মিথ্যা তথ্য দিয়ে ইউএনও বারাবরে অভিযোগ ও সামাজিক যোগাযোগ ফেইসবুকে ভুল তথ্য দিয়ে অপপ্রচার করা হয়। এ কারণে এলাকায় ভুল বুঝাবুঝির নিরসনের লক্ষে বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিদ্যালয় কর্তৃপক্ষ জনসম্মুখে সঠিক তথ্য তুলে ধরেন। বিদ্যালয়ের মাঠে মার্কেট তৈরীর অপপ্রচারটি সভাপতির বক্তব্যে এবং রেজুলেশন মাধ্যমে তথ্যটি ভুল বলে প্রমানিত হয়। আগামী যে কোন দিন বৃহৎ পরিষরে অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিদের বিদ্যালয়ের উন্নয়নের জন্য মতবিনিময় সভার সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যালয়টি শিক্ষার সম্প্রসারণে কলেজিয়েট হাইস্কুলে রুপান্তরিত করারর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে বর্তমান সভাপতি জানান। প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনায় ও উন্নয়নে কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা করার আশ^াস প্রদান করেন।