বিএনপির প্রস্তাব ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা ছাড়া কিছুই নয়: কাদের
জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রস্তাব ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপে, সেনা মোতায়েনে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি।
এসময় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিএনপি চেয়ারপারসনের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে আদালতের প্রতি তার শ্রদ্ধা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ১১দফা প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ইসির সঙ্গে সংলাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দলের সাধারণ সম্পাকদ জানান, আওয়ামী লীগের প্রস্তাবগুলো সবই জনস্বার্থ সংশ্লিষ্ট। ইসির সঙ্গে সংলাপে বিএনপির প্রস্তাবের সমালোচনা করেন।
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়েও দলের অবস্থান পরিষ্কার করেন তিনি।
এসময়, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আদালতের কোনো সিদ্ধান্ত তাদের পক্ষে না গেলেই তারা এসব অভিযোগ করেন।
বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার পর তার সংবর্ধনার নামে বিশৃঙ্খলার জনদুর্ভোগ হয়েছে বলেও ওবায়দুল কাদের অভিযোগ করেন।