বাগআঁচড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন:নাসির-ভূট্রো পরিষদ পূর্ন প্যানেলে বিজয় লাভ"
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : বাগআঁচড়া-নাভারণ-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা হতে শুরু বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।১৪শত ৯৬ জন ভোটারের মধ্যে ১৩শত ৪৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রদান করেন। এ নির্বাচনে মনি-কিনা,নাসির-ভূট্রো ও রাজ্জাক-শহিদুল পরিষদ অংশগ্রহণ করে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা মাহবুবুর রহমান মজনু প্রাথমিক ভাবে নাসির-ভূট্রো পরিষদ কে বিজয়ী ঘোষনা করেন।নাসির-ভূট্রো পরিষদের সভাপতি পদে নাসির উদ্দীন মই প্রতিকে ৪শত ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদন্দি মনি -কিনা পরিষদের জাকির হোসেন ছাতা প্রতিকে প্রাপ্ত ভোট ৩শত ৯৫।সাধারন সম্পাদক পদে নাসির-ভূট্রো পরিষদের আজিজুর রহমান ভূট্রো বাস প্রতিকে ৪শত ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদন্দি মনি-কিনা পরিষদের আনিসুর রহমান কিনা চাকা প্রতিকে প্রাপ্ত ভোট ৪শত ৩১।এ সময় দায়িত্ব প্রাপ্ত ম্যাজিট্রেট হিসাবে সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল ওয়াদুূদ। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার ও বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জিয়া,বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ লিটন,বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারন সম্পাদক আবু সাঈদ সহ বিভাগীয়, জেলার বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।