গৃহকর কমানো আপিল ছাড়া আর কোন পথ দেখছেনা – মেয়র, আন্দোলনের হুমকি আওয়ামীলীগ,বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের।
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) পুনর্মূল্যায়ন শুরুর পর প্রায় দেড় বছর ধরে আন্দোলন করা করদাতা সুরক্ষা পরিষদের রোববারের সভা থেকে বাড়তি গৃহকর প্রত্যাহার না করলে কর না দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এছাড়া নগর আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, গণ অধিকার ফোরাম, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বর্ধিত গৃহকরের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে।
ইতিমধ্যে আগের দুই মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মনজুর আলম গৃহকর কমাতে মেয়রকে চিঠিও দিয়েছেন।
গত সোমবারের সভায় সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫৫ জন কাউন্সিলরের মধ্যে ৫০ জন উপস্থিত ছিলেন। তবে মাত্র সাতজন কাউন্সিলর বক্তব্য রাখেন।কিন্তু মেয়র নিজের অবস্থানে অনড় থেকে এলাকার বাসিন্দাদের আপিলে উদ্বুদ্ধ করতে বলেছেন বলে জানান তারা।
গৃহকর পুনর্মূল্যায়নে অনিয়মের অভিযোগ, কয়েকগুণ বেশি গৃহকর ধার্য করা, সাধারণ আয়ের মানুষের উপর দ্বৈত করের চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে কাউন্সিলরা বক্তব্য দেন সভায়।কাউন্সিলরদের বক্তব্যের পর মেয়র অসন্তোষ প্রকাশ করেন।
আগামীতে গৃহকর না কমালে কঠোর আন্দোলনে যাবে আওয়ামীলীগ, বিএনপি।,জাসদ,সহ বিভন্ন রাজনৈতিক সামাজিক দল গুলো।