গাংনীতে প্রেমের ফাঁদে দেহো ভোগের পর মেয়ের পরিবারকে হুমকি অব্যাহত
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী থানা পাড়ার হৃদয়ের ছেলে রাজু কর্তৃক প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী ছাত্রীর দেহো ভোগের পর থেমে নেই তাদের হুমকি। এদিকে শনিবার মেয়ের অভিভাবক আদালতে মামলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানতে পেরে ছেলের অভিভাবকরা মাতব্বরদের কাছে গেলে তারা বিয়ের পরামর্শ দেয়। এতে ছেলের পরিবার প্রথমে রাজি না হলে এলাকা বাসি তাদের প্রতি ঘৃনা প্রদর্শন করে। এবং চাপ দিতে থাকে। এক পর্যায়ে তারা বিয়ে দেবে বলে মেয়ে পক্ষকে জানায়। এ খবর পাওয়ার পর মেয়ের অভিভাবকরা ছেলের বিরুদ্ধে মামলা করা থেকে বিরত থাকে। পরে ছেলে রাজুর বাবা হৃদয় তার বিয়াই একই উপজেলার সাহারবাটি গ্রামের ফরমান আলি ওরফে ফড়– এসে বিয়ে ভেস্তে দেয় বলে জানান ভুক্তোভোগি কিশোরী ছাত্রীর অভিভাবক। শুধু তাই নয় ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে প্রায় সকল কাজ সম্পন্ন করেছে বলে জানান মেয়েটির পরিবার।
মেয়ের অভিভাবক অভিযোগ করে আরো জানান, ফরমান আলি ওরফে ফড়– বলেন, যত টাকা খরচ হয় হবে ঐ মেয়ের সাথে রাজুর বিয়ে হতে দেওয়া হবেনা। এ কথা শুনে ছেলে রাজুর বাবা হৃদয় স্থানীয় মাতব্বরদের কথা অগ্রাহ্য করতে থাকে। এদিকে ভুক্তোভোগি কিশোরী ছাত্রীর অভিভাবক বিয়ে বন্ধের বিষয়ে জানতে চাইতে গেলে ছেলের তাওই ফরমান আলি ওরফে ফড়– মেয়ের অভিভাবকদের বলেন টাকা দিলে আইন কেনা যায়। এ ক্ষেত্রে যদি ১০ লাখ টাকাও লাগে তাতে আমরা রাজি আছি কিন্তু ঐ মেয়ের সাথে আমাদের ছেলে বিয়ে দেবনা। মেয়ের অভিভাবক আরো জানান, ঐ ছেলের কু কর্মের যত প্রমান আমার মেয়ের মোবাইল ফোনের মেমোরি কার্ডে ছিলো। লম্পট রাজু ফুসলিয়ে সে মেমোরি কার্ড নিয়ে নেয়। বর্তমানে ভুক্তোভোগি কিশোরী ছাত্রী সরল মনে ভালোবাসা দিয়ে লম্পট রাজুর সাথে আঘাত পেয়ে মানসিক ভাবে সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে বলে জানান মেয়েটির পরিবার। শুধু তাই নয় সে স্কুলে যাওয়া খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাতে তার উজ্জল ভবিষ্যত নষ্ট হওয়ার আশংকা করছে তার পরিবার। এদিকে মেয়ের বাবা দিনমজুরি করে যা উপার্জন করে তাতে কোন রকমে তাদের সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। ছেলে পরিবার প্রভাবশালি হওয়ায় বিচার পাওয়া নিয়ে শংসয় প্রকাশ করেছে মেয়েটির পরিবার।