দুদুকের গণশুনানীতে দূর্নীতির অভিযোগে তোপের মুখে গাংনী এসিল্যান্ড দেলোয়ার হোসেন
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দুর্নীতি দমন কমিশনের গণ শুনানীতে নানা অনিয়মনের অভিযোগে সাংবাদিক ও স্থানীয়দের তোপের মুখে পড়ে গাংনী সহকারী কমিশনার ভুমি দেলোয়ার হোসেন। যোগদানের পর থেকে অবৈধ ভাবে আর্থিক লেনদেন ছাড়া নামজারি,খাজনা,পচড়া সহ সেবা না পাওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এছাড়া ভুমি সংক্রান্ত সেবা নিতে আসা ভুক্তভুগীদের সাথে অসৌজন্য মুলক আচরনের অভিযোগ করে গণ শুনানীতে অংশগ্রহনকারীরা। চৌগাছা গ্রামের লোকমান হোসেন বলেন,নামজারি সংক্রান্ত বিষয়ে দিনের পর দিন উপজেলা ভুমি অফিসে আসলেও অজ্ঞাত কারনে নামজারি করে দেয়া হচ্ছেনা। এছাড়া প্রতিটা নামজারিতে থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। তিনি আরো অভিযোগ করেন সহকারী কমিশনার দেলোয়ার হোসেন গাংনীতে যোগদানের পর থেকে অনিয়মের মাত্রাটা বাড়িয়ে দিয়েছেন।
স্থানীয় সাংবাদিকরা বলেন,নামজারি করতে সরকারী খরচের বাইরেও অন্তত ৫ থেকে ৮ শত টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। এবিষয়ে প্রতিবাদ করতে গেলে অসৌজন্য মুলক আচরন করেন সহকারী কমিশনার ভুমি দেলোয়ার হোসেন। গণ শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার এএফএম আমিনুল ইসলাম। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ) মনিরুজ্জামান, খুলনা বিভাগের উপপরিচলক ড. আবুল হাসান, দুদক কমিশনারের একান্ত সচিব নুরুজ্জামন, সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়কারী আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান। এসময় গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহাঃ আবু জাফর, সাধারণ সম্পাদক মোস্তফা কামরুল হাসান। গণশুনানিতে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক অংশ নেন। এসময় সরকারী অফিসের বিভিন্ন কর্মকর্তারা তাদের দূর্ণীতির জবাব দেন।