ভারতে পাচারের উদ্দেশ্য আনা ৪০ হাজার টাকার ২ টাকার নোট উদ্ধার করেছে বিজিবি
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে বিআর টিসি পরিবহন থেকে বর্ডারগার্ড বাংলাদেশ ভারতে পাচারের উদ্দেশ্য আনা বাংলাদেশী ২ টার নোট ৪০ হাজার টাকা উদ্ধার করেছে। সোমবার বেলা ১০ টার সময় এ টাকা উদ্ধার হয়। তবে কোন পাচার কারিকে আটক করতে পারে নাই।
৪৯, বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার শফি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা বিআরটিসি পরিবহনের একটি বাস বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে তল্লাশি করে চালকের পিছনে থাকা মালিক বিহীন একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পে এনে খুলে ২টাকার ২০ টি বান্ডেলে বাংলাদেশী ৪০ হাজার টাকা পাওয়া যায়।
তিনি আরো বলেন উদ্ধারকৃত টাকা বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে।
নির্ভরযোগ্য একটি সুত্র জানায় ২ টাকার নোট ভারতে যেয়ে সে দেশের ৫ টাকায় বিক্রি হয়। আর এ টাকা নেশার কাজে ব্যবহৃত হয়। তবে অন্য একটি সুত্র দাবি করে বলে ভারতে এ টাকা নিয়ে মেডিসিনের মাধ্যমে বাংলাদেশের টাকার ছাপ উঠিয়ে সৌদি রিয়াল তৈরী করা হয়।