বরগুনায় শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় এসএমই ফাউন্ডেশন, ঢাকা এর সহযোগিতায় ও নাসিব বরগুনা জেলা শাখার আয়োজনে “বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা” শীর্ষক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ২৩ অক্টোবার ২০১৭ সকাল ১০ টায় বরগুনা জেলা মৎস্য ভবন হল রুমে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রশিদ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিব এর বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ হুমায়ূন কবীর, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ ওয়াহিদুজ্জমান ,প্রশিক্ষণ কর্মশালার বাস্তবায়ন কমিটি ও সহ-সভাপতি(নাসিব) মোঃ মোশাররফ, এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির প্রশিক্ষক মোঃ মুনজুরুল হক, আমাদের কন্ঠ বরগুনা জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশকে বিশ্বের মতো অন্যান্য দেশের মাঝে পরিচিতি বৃদ্ধি করতে হলে, শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। শিল্পখাতে ব্যাপক উন্নয়ন করে দেশে কর্মসংস্থানসহ দেশকে বিশ্বের মধ্যে পরিচিত লাভ করতে পারবে। এ প্রশিক্ষণ শিল্প উদ্যোক্তাদের জন্য একটি শিক্ষনীয় প্রশিক্ষণ। সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করে উন্নতি করা সম্ভব।