সার্ক চেম্বার সভায় যোগ দিতে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র ভারত যাত্রা
কে.এম রুবেল, চট্টগ্রাম : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ২২ অক্টোবর সকাল ৯.১০ টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সযোগে ভারতের চেন্নাই-এ অনুষ্ঠিতব্য “৭১তম সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিআই)’র এক্সিকিউটিভ কমিটি”-এর সভায় যোগদানের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছেন। উল্লেখ্য, তিনি সার্ক চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ২৩ অক্টোবর সার্ক সিসিআই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) কাউন্সিল চালুকরণের উদ্বোধনী সেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড আর্থ সায়েন্সেস ভারতের ইউনিয়ন প্রতিমন্ত্রী শ্রী ওয়াই. এস. চৌধুরী, বিশেষ অতিথি তামিলনাড়– আইটি সচিব আনন্দ রাও পাতিল, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র ডাইরেক্টর সিএএফআরএএল জি গোপালাকৃষ্ণান। তিনি “ইন্টিগ্রেটিং এসএমই’স ইনটু রিজিওনাল ভেল্যু চেইনস্ঃ ঝুঁকি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা” শীর্ষক দ্বিতীয় সেশন, দক্ষিণ এশিয়ায় প্রযুক্তি যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ার শিশুদের শোষণ হতে রক্ষা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনেও অংশগ্রহণ করবেন। এতে তামিলনাড়– স্মল এন্ড টিনি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন’র সভাপতি, এসএমই চেম্বার অব ইন্ডিয়ার সভাপতি, শ্রীলংকা, নেপাল, ভুটান, পাকিস্তান, সার্ক চেম্বার অব কমার্স’র শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। চিটাগাং চেম্বার সভাপতি ২৪ অক্টোবর “আনলকিং ক্লাইমেট ইনভেস্টমেন্ট অপরচ্যুনিটিস ইন সার্ক” শীর্ষক ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড স্কেল্যাবল বিজনেস সলিউশনস সেশনে অংশগ্রহণ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে তামিলনাড়–র গভর্ণর শ্রী সিএইচ. বিদ্যাসাগর রাও, সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের রিজিওনাল ডাইরেক্টর, সার্ক সিসিআই সভাপতি, সার্ক সেক্রেটারী জেনারেল, সার্ক সিসিআই (ভারত) সহ-সভাপতি প্রমূখ অংশগ্রহণ করবেন। মাহবুবুল আলম সফরকালীন সময়ে সার্কভূক্ত দেশসমূহের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও ২৬ অক্টোবর কলকাতা দি বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি চন্দ্র শেখর ঘোষ ও চেম্বার নেতৃবৃন্দের সাথেও দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বিষয়ে মতবিনিময় করবেন। তিনি আগামী ২৭ অক্টোবর দেশে ফিরবেন।