গাংনীতে যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা দাবি যুবকের পরিবারের
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার থানা পাড়া এক যুবককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন যুবক রাজুর পরিবার। সম্প্রতি গাংনী থানা পাড়ার এক কিশোরী স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ এনে ঐ যুবক রাজুর বিরুদ্ধে বিভিন্ন মহলে ধর্ষনের অভিযোগ করে বলে জানান রাজুর বাবা হৃদয়। যুবক রাজুর বাবা হৃদয় দাবি করেন, সু পরিকল্পিত ভাবে কিশোরী মেয়ে তারা পরিবারের কথা মতো আমার ছেলের বিরুদ্ধে নানান জায়গায় বদনাম করে বেড়াচ্ছে। বিষয়টি জানার পর আমাদের পক্ষ থেকে স্থানীয় ভাবে সত্য মিথ্যা যাচায় করে এর সুষ্ঠ সমাধান দাবি করা হয়। সে মতে স্থানীয় মাতব্বরদের নিয়ে সালিশ করে তারা আমাদের কাছে কোন প্রকার সত্যতা প্রমান করতে পারেনি বলে জানান ছেলে রাজুর বাবা হৃদয়। হৃদয় আরো জানান, সমাজে আমাদের একটি সুনাম আছে। সকলে আমাদের ভালো ভাবে জানে আমরা কেমন লোক। তিনি দাবি করেন যে ঘটনা নিয়ে আমাদের পরিবার কে নিয়ে বদনাম করা হয়েছে তা অত্যান্ত দুঃখ জনক। তিনি আরো দাবি করেন মেয়েকে দিয়ে মিথ্যা রটনা কারি ঐ পরিবারটি আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যে প্রনদিত ভাবে মন গড়া অভিযোগ তৈরি করে বিভিন্ন জায়গায় বদনাম করে বেড়াচ্ছে। কোথাও এর প্রতিকার চেয়েছিন কিনা জানতে চাইলে হৃদয় জানান, স্থানীয় মন্ডল মাতব্বরদের কাছে বিষয়টি জানানো হয়েছে। মাতব্বরদের বিচার মেয়ের পরিবার মানেননি বলে জানান হৃদয়। হৃদয় আরো জানান আমার ছেলে চাকুরি নিয়ে বিদিশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আমাদেরকে শুধু মাত্র হয়রানি করার জন্য একটি মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে বিভিন্ন মহল সহ সাংবাদিকদের কাছে উপস্থাপন করেছে যা অত্যান্ত ঘৃনিত কাজ বলে আমি মনে করি। এ বিষয়ে খোঁজ নিতে গেলে প্রতিবেশিরা সাংবাদিকদের জানান, মেয়েটি ও মেয়েটির পরিবার যে অভিযোগ করেছে তা সঠিক নয়। উল্লেখ্য চলতি মাসের ১৭ তারিখ মঙ্গলবার গাংনী থানা পাড়ার এক কিশোরী একই এলাকার হৃদয়ের ছেলে রাজুর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে বিয়ের দাবি করে।