বান্দরবানের হেলেন কেলার ইন্টারন্যাশনাল উদ্যেগে একদিনব্যাপী কোচিং সেশন কর্মশালার।
[চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান ] বান্দরবানের রোজ বুধবার হেলান কেলার ইন্টারন্যাশনাল উদ্যেগের একদিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত হয়।ভেন্যু:বান্দরবান জেলা হেলেন কেলার ইন্টারন্যাশনাল হল রুম।এতে অংশগ্রহণ করেন বান্দরবান জেলায় বিভিন্ন উপজেলায় হতে লার্নিং কর্পস প্রশিক্ষণনার্থী রা উপস্থিত ছিলেন। এইচকেঅাই ঢাকায় হতে অাগত ট্রেনিং ফ্যাসিলিটেটর জনাব,মেহোল ভাইসহ লার্নিং কর্পস ট্রেনিং কোঅর্ডিনেটর মি:লেলুং খুমীসহ জেলার এইচকেঅাই কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।তারপর এই ট্রেনিং মধ্যে দিয়ে নিজের কর্ম জীবনের দক্ষতা বয়ে অানতে পারে।অাগামী দিনের এই ট্রেনিং অব্যহত রাখা হবে বলে ট্রেনিং ফ্যাসিলেটেটর তিনি জানান।দলে দলে মধ্যে দিয়ে প্র্যাকটিক্যাল মধ্যে দিয়ে অনেক শিখানোর যায়।এবং বিভিন্ন ডোমেইন থেকে কিছু লার্নিং মধ্যে দিয়ে শিখতে পারি।এ ট্রেনিং কমিউনিটি বাড়াতে হবে ও ফোকাস করতে হবে বলে লেলুং এব্যাপারে ধৈর্য্যসহকারে কাজ শিখার সুযোগ অাছে বলে তিনি জানান। কোচিং ব্যাপারে ভাল কাজ শিখার কলাকৌশল ফলোলাপ করে যেখানে সমস্যা সেখানে সমাধান খোজেঁ বের করতে হবে।অারো বলেন বিদেশের ট্রেনিং ফলোঅাপ করে অামরা এগিয়ে যেতে হবে। প্রত্যেক প্রশিক্ষনার্থীরা নিজেকে দক্ষতা গড়ে তোলার জন্য অাত্ত বিশ্বাসী রেখে কাজ করে যেতে হবে।লেলু জানান,নিজের ভবিষ্যৎ তে কাজে লাগাতে ইচছা,মনোশক্তি, অধ্যাবসায়, ও সময়ের মধ্যে শেষ করতে হবে।ভবিষ্যৎ তে শিখার কোন শেষ নেই। নিজের লক্ষ্যবস্তু কে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সব কিছু নিজেকে সিদ্ধান্ত নিতে হবে।সুতরাং গ্রুপ সেয়ারিং মধ্যে দিয়ে অকেন কিছু শিখা যায় বলে ট্রেনিং সহায়তাকারী লেলুং জানান।ঢাকায় হতে অাগত ট্রেনিং ফ্যাসিলেটেটর মহোদয় মধ্যে দিয়ে একদিনব্যাপী কর্মশালায় সমাপ্তি করেন।