জয়পুরহাটে হরিজন সম্প্রদায়ীদের পূনর্বাসন ও কলোনি গড়ার অঙ্গীকার দিলেন পৌর মেয়র।
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধি:- শ্রী নিরেন দাস।
জয়পুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট পৌরসভার হরিজন পল্লীতে গিয়ে সকল হরিজন সম্প্রদায়ীদের নিয়ে এক বৈঠক করে। সকল হরিজন সম্প্রদয়ীদের উদ্দেশে মেয়র বলেন আমি আজ আমি যে সম্মানিত চেয়ারে বসেছি তা আপনাদের ভোটে আর জাতি ধর্ম তথা থাকলেও আমরা সবাই মানুষ এমন কথা বলে। তিনি সকল হরিজনদের বলেন।
শিক্ষা দিক্ষায় পিছিয়ে থাকা হরিজন সম্প্রদায় বর্তমানে শিক্ষা গ্রহন ও বিভিন্ন পেশার সাথে জড়িত থাকার ফলে সকল শ্রেনী পেশার মানুষের সাথে সামাজিক রাজনৈতিক ভাবে নিজেদের অবস্থান সু-দৃঢ় করতে পেরেছে। তাই আমি সব হরিজন সম্প্রদায়কে একই স্থানে পূনর্বাসন করে আর্দশ হরিজন কলোনী গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। এখানে বসবাসরত বয়স্কদের পর্যায়ক্রমে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হবে এমন কথাও বলেন মেয়র। এমনকি হরিজন সম্প্রদায়ের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো বলে তাহার বক্তব্য শেষ করার আগে সকলের উদ্দেশে বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নের জয়পুরহাট গড়তে পারি।