ঝিনাইদহে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা
ঝিনাইদহে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা এ বছর জেলায় ৫ লাখ ৪ হাজার ৬’শ শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে, আতংকিত না হওয়ার আহ্বান ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সাহাব উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জণ অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডা: আরিফ আহম্মেদ। আগামী ৪ থেকে ৯ নভেম্বর ৫ থেকে ১২ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থীদের প্রথম ধাপে ও ১৬ থেকে ২৩ নভেম্বর ১২ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে। এ বছর জেলার ৬ উপজেলায় ৫ লাখ ৪ হাজার ৬’শ শিক্ষার্থীকে কৃমি নাশক ঔষধ সেবন করানো হবে বলে সভা থেকে জানানো হয়। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর কোন পার্শপ্রতিক্রিয়া হয় না । তাই এ বিষয়ে আতংকিত না হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।