কৃষি ব্যাংক আমরাইদ শাখায় প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় মহাক্যাম্প
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি ব্যাংক কাপাসিয়ার আমরাইদ শাখায় প্রকাশে ঋণ বিতরণ ও আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকাল ৩ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেবি ঢাকা বিভাগ এর মহাব্যবস্থাপক ড. মো. লিয়াকত হোসেন মোড়ল।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও কৃষককের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আাদয় কার্যক্রম হয়েছে। এছাড়া দুর্গম, প্রত্যন্ত, ঘনবসতি ও বন্যা দুর্গত এলাকার কৃষককের কৃষি লোন এর সুবিধা, লোন নিয়ে লোন পরিশোধ করা, ব্যাংক লোন বিষয়ে মামলা মোকদ্দমা সম্পর্কে অবগত করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুর মুখ্য অঞ্চল এর আঞ্চলিক ব্যাবস্থাপক মো. আমিনুল বাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিকেবি আঞ্চলিক নিরিক্ষা কর্মকতা শাহাব উদ্দিন আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ হাই, ব্যাংক ব্যবস্থাপক সোহরাব জাকির, প্রিন্চিপাল অফিসার মশিউর রহমান, কর্মকতা ফ. ম. আঃ খালেক, ব্যবসায়ী আবুল হোসেন সিকদার, ইউপি সদস্য মোশারফ হোসেন সরদার টিটু প্রমুখ।
অনুষ্ঠানে ব্যবসায়ী ইব্রাহীম হোসেন, কৃষক রফিকুল আলম ও আইন উদ্দিনকে প্রকাশ্যে লোন দেওয়া হয়েছে। একই সাথে ১ কোটি টাকা আদায় হয়েছে।
ড. মো. লিয়াকত হোসেন মোড়ল বলেন, আমি আপনাদের মতো কৃষকদের সেবা দিতে পেরেছি, হাসি দেখতে পাচ্ছি, এটাই স্বার্থকতা। গ্রাহকের উদ্দেশ্যে বলেন, আপনারা সময় মতো লোন পরিশোধ করুন। ডিপোজিটরের টাকাই আপনাদের দেওয়া হয়। লোন আপনাদের পরিশোধ করতেই হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক এর নামকরণ করেছেন। শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে বলেন, তিনি বলেছেন, আমরা কৃষকদের কৃষি ব্যাংকের মাধ্যমে সেবা দিয়ে থাকি। তিনি আরও বলেন, এ শাখা অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর পূণ্য ভূমি। এ শাখায় অফলাইন কার্যক্রম টেন্ডার ইতোমধ্যে হয়েছে তারপরেই অনলাইন এর ব্যবস্থা করা হবে।
ব্যবস্থাপক সোহরাব জাকির বলেন, ব্যাংকিং কার্যক্রম এ কৃষি ব্যাংক সারা দেশে জেলা হিসেবে গাজীপুর প্রথম হয়েছে, ৭ টি বিভাগে ঢাকা বিভাগ প্রথম হয়েছে। গাজীপুর জেলায় ব্যাংকের ১৭ টি শাখা, কাপাসিয়ায় ৫ টি শাখা রয়েছে। এ জেলায় ৫০০ কোটি টাকা লোন দেওয়া হয়েছে তার মধ্যে কাপাসিয়ার ৫ টি শাখায় ১০০ কোটি টাকা লোন দেওয়া হয়েছে।